যেন এ এক পুরান খেলা । ধুলো ওড়ে, মাটির পথে।জেনো তুমি,আমি হাটি এই পথে
বুকের ঠিক এখানটায়।
পাঁজরে ভর করে যে হৃদয়ের হর্ষধ্বনি
বন্ধুর জন্যে,
বন্ধু এখন শুনেনা,
ব্যস্ত দুনিয়ায় আমাকেও ভেবেছে
অপাংক্তেয় এক,যেমনটা ভাবিনি কখনো।
বুকের ঠিক এখানটায়,
পাঁজরে ভর করে,
রয়েছে মধুর স্মৃতি,
টঙ্গের দোকানে দাঁড়িয়ে শেয়ারে এক কাপ চা,
চায়ের সাথে সিগারেট,
সিগারেট শেষে অবাক নয়নে
তাকিয়ে রিকশার রমণী,
রমণীর এলোচুলে খোলা হাওয়া,
হাওয়া মিলিয়ে গেলে ফুটপাতে হেটে যাওয়া,
মাঝরাতের জোয়ানা কিংবা আড্ডা,
অবসরে শৈশব,
বন্ধু আমায় ভাবেনা।
বাজির দরে দেখে নেবো এই মধ্যরাত-এই বলে
পলাশীর মোড়ে,
রাত-বেরাতে,
বন্ধুত্বের টানে,
নির্ঘুম রাতকে করেছি বন্ধ্যা প্রহর।
বন্ধু,
ফিরে এসে নিও আমার খবর ।
অনু্প্রেরণা-রাহেন রঙ্গন, উৎসর্গ- বন্ধু জামিল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।