আমি ভাসমান বস্তুর স্পন্দিত কণা এক! নরকেরে ভালোবেসে আমি পুণ্যবান হৃদয় নীলাভ হ্রদ আকাশ সমান! পছন্দের ঋণ শোধি নিবিড় ক্ষরণে জীবনের ঋণ শোধি অভিজ্ঞ মরণে যদিও মুখর আজ মহারনে যেন-বা ঝরছি মধুর শ্রাবণে। তারাও উতাল হাওয়া বৈশাখে রটিয়েছে প্রণয়ের বার্তা, চাঁদ বসা ওই জীর্ন-শাঁখে জ্বলে ওঠে শতো বিষাদ কবিতা । চেতনার মুক্তপাখি ওড়ে যায় রাতের আকাশে, করে যে পশ্চাতে ডাকাডাকি পালক পরেছে খসে। তুমি আমি পড়ে আছি আজো,_বুকের ব্যাধিতে ভন ভন উড়ে ঘুরে মাছি পঙ্কের উচ্ছ্বাসে মেতে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।