আমি যদি হতাম বনহংস;বনহংসী হতে যদি তুমি;কোনো এক দিগন্তের জলসিড়ি নদীর ধারেধানক্ষেতের কাছেছিপছিপে শরের ভিতরএক নিরালা নীড়ে;
হঠাৎ করে আলবাকওরকি যাওয়া হল। আলবাকওরকি সব সময় আমার প্রিয় একটা যায়গা। নাভহো ইন্ডিয়ান আর স্পানিশদের তৈরী শহরটাতে কি যেন এক আদ্ভুত ভাললাগার গন্ধ মিশে আছে। শহরটাতে গেলেই মন খুব ভাল হয়ে যায়। বছর তিনেক আগে আমাদের খুব একটা খারাপ সময় এসেছিল।
কঠিন সব সিন্ধান্ত নিতে হচ্ছিল। মন খারাব এই সময়টাতে আমরা আলবাকওরকি চলে গেলাম। শহরটা আমাদেরকে কেমন জানি বুকে টেনে নিল। কয়টা দিনের জন্যে আমরা ভুলে থাকলাম ভীষন সব কষ্টদের।
চমৎকার কিছু দেখাতে যাওয়ার জায়গা আছে আলবাকওরকিতে।
ট্রাম ওয়ে নিয়ে দশহাজার ফুট উঁচুতে স্যান্ডিয়া চুড়ায় যাওয়া যেতে পারে-মেঘের কোলে ভায়ানক সুন্দর বিষন্ন একটা পাহাড়। আথবা এলমেলো বিকেল পেরনো যায় শিল্পীদের শহর সানাটা ফেতে। কিংবা অলস কিছু সময় কাটানো যায় এ্যকুরিয়াম আর মিউজিয়াম ঘুরে।
খুব ছোট বেলা থেকে আমার বুকে একটা শহর লুকিয়ে থাকে। আনেকবার স্বপ্ন দেখেছি কুয়াশা ঘিরে থাকা এক ভোরে অজানা এক ট্রেন ধরে নেমে গেছি অচেনা এক শহরে।
শীত শীত সকালে ট্রেন স্টেশনে বসে আছি ধুয়া ওঠা চার কাপ নিয়ে..... একটা শহর ঘুম থেকে ধীরে ধীরে জ়েগে ওঠে, আর আমি মিলিয়ে যায় পাখিদের দিগন্তে.........................
কষ্ট, ভাললাগা আর মাথার ভিতর ধুঁয়াশা
এসব নিয়ে আজকাল পথ চলা
কবিতারা অনেক দূরে
অস্পষ্ট কোমলতায় মাঝে মাঝে শিশির স্বপ্ন
মেঘ হয়ে ফিরে আসে
বিকেলের অস্পষ্ট আলোয় পাহাড়ের বুকে ঘুমন্ত চাঁদ
নিঃশব্দ সুরের আকাশে হারিয়ে যাওয়া কৈশোর
রয়ে যায় অনেক দূরে
বুকের ভিতর বয়ে চলা ঝিরিঝিরি কুয়াশা
বৃস্টি হয়ে ঝরে পড়ে।
কপিরাইট©২০১১ স্পার্টন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।