মুক্তমত প্রকাশের প্লাটফর্ম ব্লগ। তাই ব্লগে বসতে ভা্ল লাগে....। দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে সকাল ৯টায় রাজধানীর কারওয়ান বাজারে পত্রিকাটির কার্যালয় থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর বেলা পৌনে ৩টায় ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে তাকে হাজির করে বিভিন্ন মামলায় ৩০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে ৩টি মামলায় তার ১৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
মাহমুদুর রহমানের গ্রেফতারকে বিএনপি এক চোখে দেখছে। অন্য চোখে দেখছে সরকার। এদিকে গনজাগরণ মঞ্চের আলটিমেটামের মাস খানেক পর তাকে গ্রেফতার করা হয়েছে বলেও বলছেন কেউ কেউ। এই গ্রেফতারের বিষয়ে অনেকেই বক্তব্য রেখেছেন। মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশ।
‘মাহমুদুর রহমানকে রিমান্ডে নেওয়া মানবাধিকার লঙ্ঘন’ বলেছেন নাগরিক অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক ফরহাদ মজহার। (Click This Link)
‘সুনির্দিষ্ট মামলায় মাহমুদুর রহমান গ্রেফতার’ বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী (লিংক Click This Link)।
বিবৃতি দিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ (লিংক Click This Link)।
মাহমুদুর রহমান গ্রেপ্তারের প্রতিক্রিয়াও জানিয়েছ গণজাগরণ মঞ্চ (লিংক Click This Link)।
তবে মাহমুদুর রহমানকে নিয়ে আজ আর্ন্তজাতিক গণমাধ্যমে ফলাও করে সংবাদ প্রচার করা হয়েছে।
এসব মিডিয়ায় ক্ষমতাসীন দলের নেতাদের বরাত দিয়ে বলা হয়েছে, দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতায় উস্কানি দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
নীচে এসব উল্লেখ করা হলো:
ওয়াশিংটন পোস্ট:
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রদোহসহ বিভিন্ন অভিযোগে বাংলাদেশের প্রধান বিরোধী দল সমর্থিত জনপ্রিয় বাংলা পত্রিকা ‘দৈনিক আমার দেশের’ ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওয়ালস্ট্রিট জার্নাল:
পত্রিকাটির অনলাইন সংস্করণে বলা হয়, রাষ্ট্রদোহসহ বিভিন্ন অভিযোগে বাংলাদেশের আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আšত্মর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতির স্কাইপি সংলাপ ফাঁসের অভিযোগে রাষ্ট্রদোহ ও সাইবার ক্রাইম এবং ধর্মীয় বিদ্বেষমূলক মন্তব্য প্রকাশ করায় সহিংসতায় উস্কানি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
আল-জাজিরা:
কাতার ভিত্তিক জনপ্রিয় টিভি চ্যানেল আল-জাজিরার অনলাইন সংস্করণে বলা হয়, সহিংসতায় উস্কানির দেওয়ার অভিযোগে বাংলাদেশের বিরোধী দল সমর্থিত দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এতে একাত্তর টিভির বরাত দিয়ে বলা হয়, তার বিরুদ্ধে রাষ্ট্রদোহ ও সাইবার ক্রাইমসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।
দ্য স্টেটসম্যান :
ভারতের প্রভাবশালী ইংরেজি দৈনিক ‘দ্য স্টেটসম্যান’ এর অনলাইন সংস্করণে বলা হয়, বাংলাদেশের বিরোধীদল সমর্থিত পত্রিকা ‘দৈনিক আমার দেশের’ ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ১৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে দেশটির আদালত। রাজধানীর তেজগাঁও থানায় দায়ের ৩টি মামলায় এই রিমান্ড মঞ্জুর করে আদালত।
পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, ঢাকার সিএমএম আদালতে ওই ৩টি মামলার তদšত্ম প্রতিবেদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে ৩০ দিনের রিমান্ডের আবেদন করে। গত বছর আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতির স্কাইপি সংলাপ ফাঁস করায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও সাইবার অপরাধ মামলা করা হয়।
এ মামলায় ৭ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এছাড়া চলতি বছরের ফেব্রয়ারি ও মার্চে হরতাল ও হরতাল পূর্ব সহিংসতায় উস্কানি ও পুলিশকে দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগ এনে দায়ের করা দুটি মামলায় তার আরো ৬ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
মামলার শুনানিতে মাহমুদুর রহমান কোনো আইনজীবী নিয়োগ করেন নি। রিমান্ড শুনানিতে তিনি নিজেই লড়াই করেন। এমনকি তিনি জামিনের জন্যও কোনো আবেদন করেননি।
তবে ৩টি মামলায় রিমান্ড দেওয়া হলেও তাকে ২টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে স্টেটসম্যানের প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এশিয়া নিউজ:
‘বাংলাদেশে সরকার বিরোধী পত্রিকার সম্পাদক গ্রেপ্তার’ শিরোনামে এশিয়া নিউজে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয়, বাংলাদেশে ইসলামপন্থী ও ধর্ম নিরপেক্ষ বাদীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তারের ধারাবাহিকতায় সরকার বিরোধী পত্রিকা ‘দৈনিক আমার দেশের’ ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে রাষ্ট্রদোহের অভিযোগ আনা হয়েছে। তবে তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন।
গালফ নিউজ:
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের প্রধান বিরোধী দল-বিএনপি ও এর মিত্র জামায়াতে ইসলামের প্রধান মুখপাত্র ‘দৈনিক আমার দেশের’ ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও ধর্মীয় উত্তেজনায় উস্কানি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
পুলিশের মুখপাত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, ‘তদন্তে সাইবার অপরাধসহ বিভিন্ন অভিযোগের প্রমাণ পাওয়ায় মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আরো কয়েক সপ্তাহ আগেই গ্রেপ্তার করার কথা ছিল।
কিন্তু অভিযোগ তদন্তে পুলিশ একটু সময় নিয়েছে। ’
নিউজ২৪:
সরকারের বরাত দিয়ে নিউজ২৪ জানায়, বাংলাদেশের বিরোধী দল সমর্থিত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে সাইবার অপরাধ ও ধর্মীয় বিদ্বেষমূলক সংবাদ প্রকাশের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এতে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের বরাত দিয়ে বলা হয়, কারওয়ান বাজারে আমার দেশের কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এতে বলা হয়, গত বছরের ডিসেম্বরে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতির স্কাইপি সংলাপ ফাঁস করায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদোহ ও সাইবার অপরাধ এবং ধর্মীয় বিদ্বেষমূলক বিভিন্ন মন্তব্য প্রকাশ করায় ধর্মীয় উত্তেজনা ছড়ানোর অভিযোগ আনা হয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।