সুত্র প্রথম আলো রাজা : কী গবেষক, খুব ভালো দেখি তোমার মন পরীক্ষার তো ফল বেরিয়েছে, তা ফলন কেমন? গবেষক : জি রাজা মশায়, ফলন এবার বাম্পার একেবারে এ প্লাস থেকে ডাম্পার! রাজা : তাই নাকি! তা বেশ বেশ!! এবার কি বলা যায়, এগিয়ে যাচ্ছে দেশ? গবেষক : বললে বলা তো যায় অনেক কিছু যেমন, দেনাও বাড়ছে মাথাপিছু! রাজা : কটু কথা বাদ দাও, পারলে করো কিছু সৃষ্টি এমন ফলনে দেশবাসীকে খাইয়েছিলে মিষ্টি? গবেষক : ফলন ভালো হচ্ছে হোক, রইল শুভকামনা কিন্তু উচ্চশিক্ষায় গিয়ে মারামারি, মোটেও তা কাম্য না! রাজা : মারামারি দেখলে কোথায়, এ তো রং-তামাশা একটু কি মজাও করবে না, নাকি ওদের সবার আমাশা! গবেষক : ছি ছি রাজা মশায়, মাফ করবেন গোস্তাকি! ছাদ থেকে ফেলে দিল, বলুন তার দোষটা কী? রাজা : কথা হচ্ছিল ফলন নিয়ে, চলে গেলে ছাদে! ভাবছ বুঝি ছলে পড়ে পা দেব ফাঁদে? গবেষক : ছি ছি রাজা মশায়, আপনি কেন পা দেবেন, আপনি পা দিলে মন্ত্রীবাহিনী তো বসে বসে কাঁদিবে! রাজা : আহা! কী সুখ, রাজ্যজুড়ে ভূরি ভূরি ভালো ফল সোনার রাজ্যে সোনার ফলে আমার দেখি চোখে জল! গবেষক : রাজার চোখে জল, বললেই হলো, কই দেখি! আসল না মেকি! রাজা : তা এত এত সোনার ছেলেমেয়ে এদের ভবিষ্যৎ কী? গবেষক : আর কী! নতুন করে ভবিষ্যতের বাজেট আছে নাকি! রাজা : তাতে কী, রাজা যখন হয়েছি, দিতে হবে দু-চারখান বাণী, গবেষক : জানি জানি, না দিলে তো আবার এই নিয়ে হবে কানাকানি! তা রাজা মশায়, ফল তো হয়েছে ভালো, সবার কপালে জুটবে তো, ইন্টারের আলো? রাজা : তার জন্য তো তুমি আছ, সারা দিন কী করো গবেষণায়? উপায় বলো, আর ভালো লাগে না শুনতে, নাই নাই হায় হায়! গবেষক : রাজা মশায়, উত্তেজিত হবেন না, বেড়ে যাবে ব্লাড প্রেশার, আরও কটা দিন যাক, মাত্র পাস করল, এখন তো ফ্রেশার!! রাজা : ঠিক আছে ঠিক আছে, তোমার কথাই মানলাম। গবেষক : রাজা শান্ত হয়েছেন, বিপদ কেটে গেছে জানলাম! তা হঠাৎ ঘুরে গেলেন কী জন্য মার্কিন ম্যাডাম? রাজা : ও কিছু না, যাচ্ছিলেন এ পথ দিয়ে, তাই থামলেন ওবামার জন্যই কিনলেন কিছু চানাচুর আর বাদাম! তা তুমি ক্ষণে ক্ষণে পাল্টাচ্ছ কেন প্রসঙ্গ? কার প্রেমে পড়েছ, ভালো লাগছে না আমার সঙ্গ? গবেষক : লজ্জা দেবেন না রাজা মশায়, পড়ব আবার কার প্রেমে! সকাল-সন্ধ্যা পুজো করি, আপনার ছবি বাসার ফ্রেমে। রাজা : চামচা হলেও মানুষ নও তুমি মন্দ! মাঝে মাঝে হয় আরকি এক-আধটু সন্দ! গবেষক : হীরক রাজা মহান অতি আপন লোক তাই মাফ পেয়ে যায় সকাল-সন্ধ্যা করেও ক্ষতি!! রাজা : গবেষক, ছিলাম ফলনে, একি শুনছি তোমার বলনে? গবেষক : সরি রাজা মশায়, বয়েস হয়েছে তো, প্রায়ই তাল কেটে যায়। তবে কি, গুদাম যদি না থাকে যথেষ্ট! ভালো ফলও হয়ে যেতে পারে নষ্ট! রাজা : কী বলো সাংকেতিক, ছাতামাথা বুঝি না! বুঝিয়ে বলো গুদাম এল কোত্থেকে, এ তো আলু বা সুজি না!! গবেষক : রাজা যেটা বোঝেন না, আমার বুঝে কী কাজ, কারও যদি লজ্জা না হয় রেখে কী লাভ আমার লাজ!! বছর বছর ভালো ফলে ছেয়ে গেছে দেশটা শুরুটা ভালো হলেও ভালো হচ্ছে না শেষটা!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।