নিজের কথা প্রকাশে ব্লগের চাইতে ভালো কিছু আর কিইবা হতে পারে।
ধর্মীয় দলগুলো ব্যাক্তির সার্বভৌমত্বের প্রশ্নে আল্লার সার্বভৌমত্বের ধারনাটাকে গুলিয়ে যে ফেলে ফ.ম তা বেশ অনেক লেখায় তুলে ধরেছেন।
"ধর্মীয় দিক থেকে আল্লাহ অবশ্যই সার্বভৌম। এই অর্থে যে তিনি আমাদের অস্তিত্বের শর্ত, বিশ্ব জগতের শর্ত। কিন্তু তিনি মানুষকে তার ইচ্ছা ও বিবেকের স্বাধীনতাও দিয়েছেন।"
" এখন ধর্মের দিক থেকে আমাদের অস্তিত্বের শর্ত হচ্ছেন আল্লাহ - এটা যেমন সত্য তেমনি "আশরাফুল মখলুকাত" হিশাবে আমাদের ইচ্ছা ও বিবেককে ব্যবহার করবার সার্বভৌমত্বটাও আল্লাহ মানুষকে দিয়েছেন এটাও সমান সত্য।"
"ব্যক্তি মানুষের সার্বভৌমত্বকে আল্লার সার্বভৌমত্বের সংগে এক করে ফেলা হচ্ছে এক ধরনের শেরেকি-এটা জঘন্য অনৈসলামিক কাজ। .... মানুষের ইচ্ছা ও বিবেকের সার্বভৌমত্ব যেহেতু ইসলাম অবশ্যই স্বিকার করে অতএব মানুষের তৈরী সংবিধান, আইন ও প্রশাসনিক কানুনও ইসলামের কাছে সাদরে গ্রহনযোগ্য, যদি তা ন্যায় বিচার, মানুষের কল্যাণ ও শান্তি প্রতিষ্ঠা করতে পারে।"
- সংবিধান ও গণতন্ত্র, পৃ ১৩১, ১৩২।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।