আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নপুরী থেকে এক ব্যাক্তির লাশ উদ্ধার

বেসরকারী পর্যটন স্পট নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউপির স্বপ্নপুরী বিনোদন কেন্দ্র থেকে পুলিশ শামিম হোসেন নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে।
 
আজ সকালে লাশটি উদ্ধার করেছে পুলিশ। এসময় পুলিশ তার সাথে থাকা বেবী নাজনীন নামে এক মহিলাকে গ্রেফতার করেছে। নাজনীন পুলিশকে বলেছে, শামীমের আসল ঠিকানা কি তা সে জানেনা। শুধু জানে তার বাড়ী টাঙ্গাইলে।

ঘটনাটি হত্যা না আত্মহত্যা এনিয়ে ব্যাপক গুঞ্জন উঠেছে।
 
পুলিশ জানায়, নবাবগঞ্জ উপজেলার পার্শ্ববর্তী পার্বতীপুর উপজেলার সুলতানপুর (সরদারপাড়া) গ্রামের নুরুল ইসলামের মেয়ে বেবী নাজনীন (১৮) গাজীপুরে গার্মেন্টস-এ চাকুরী করে। তার সাথে ওই শামীম হোসেনও (৩০) চাকুরী করতেন। তারা উভয়ে গত ১২ আগষ্ট রাতে নিজেদেরকে স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে বিনোদন কেন্দ্রের চাঁদনী নামের আবাসিক ভবনের ৯ নং কক্ষ ভাড়া করে সেখানে অবস্থান করে। অবস্থানকালে শামীম গাজীপুরের জরুন এলাকার আঃ বাসেকের ছেলে হিসাবে পরিচয় লিপিবদ্ধ করে।

এমতাবস্থায় গতকাল রাতে শামীম ওই কক্ষে তার বিছানার চাদর ফ্যানের সাথে লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে তার স্ত্রী পরিচয়ধারী নাজনিন ঘুম থেকে জেগে উঠে রুমের আলো জ্বালিয়ে শামিমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিত্কার করতে থাকে। তার চিত্কারে বিনোদন কেন্দ্রর কর্মচারীরা সেখানে গিয়ে লাশটি ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে নেয়। পরে পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে এবং  লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।
 
নবাবগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা আকবর আলী সাংবাদিকদের জানান, মৃতের কাছ থেকে চিরকুট উদ্ধার করা হয়েছে।

চিরকুটে লেখা রয়েছে আমার মৃতু্যর জন্য কেউ দায়ী নয়। এ ঘটনায় পুলিশ সন্দেহজনক ভাবে স্ত্রী পরিচয়ধারী নাজনীনকে ৫৪ ধারায় গ্রেফতার করেছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.