সুন্দর সমর মাহমুদুর রহমান আপনার সাথে আমার কখনও দেখা হয়নি।
কথা হয়নি।
আমার দেশ অফিসের সামন দিয়ে হেঁটে গেছি।
ভেতরে ঢুকব কি ঢুকব না ভাবতে ভাবতে পাড় হয়ে গেছি।
একবার প্রচণ্ড বৃষ্টির দিনে কাক ভেজা হয়ে হাঁটছিলাম।
অপরিচিত এক মহিলা গাড়ি থামিয়ে জিজ্ঞাসা করলেন,
-‘কোথায় যাবেন ভাই?’
-‘যাবো না হাঁটছি। '
মহিলার বিস্মিত চোখকে ভেজা আকাশের মত মনে হল।
মহিলা বিড় বিড় করে বলছিলেন, 'আমার বড় ভাইটাও এমনই ছিল। রক্ষীবাহিনী নিয়ে গেছে।
আর ফেরেনি।
২০ বছর পর দেশে ফিরে একই দৃশ্য দেখছি। হায় খোদা!'
আমার দেশ অফিসের সামনে এলাম।
ভাবলাম বলে যাই কথাটা আপনাকে।
ঢুকলাম না।
পরিচিত এক রিকশাঅলাকে পেলাম।
হুড খোলা রিকশায় ভিজতে ভিজতে বাসায় ফিরলাম।
মাহমুদুর রহমান, আপনি যদি কারাগার থেকে জীবিত বেরিয়ে আসতে পারেন তবে
এ গল্পটা শোনাবার জন্য একদিন আপনার কাছে যাবোই যাবো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।