আমাদের কথা খুঁজে নিন

   

গোপন বাস্তব সত্য ‘‘নীলার নীল কষ্ট’’

আমার আমি কে খুঁজি হ্যালো কে , নীলা আমি নীলা বলছি নীলা? ঠিক চিনতে পারলাম না! রুমী ভাইয়া কোথায়? ভাইয়া, ভাইয়া তো বাজারে গেছে। তুমি কে? আমি তার বোন, ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া এলে বলো আমি ফোন করেছিলাম। হ্যালো কে , নীলা আমি নীলা বলছি নীলা, তুমি ফোন করেছ কেন? এমনি, কেন আপনার কি সমস্যা হচ্ছে! আরে না বলো…………………………….এভাবেই শুরু এ ক দিন ছেলেটিকে মেয়েটি জানালো তার মা তাকে একটি ছেলের সাথে বিয়ে দেয় তার পর তার সাথে ৩বছর সংসার করার পর যে কোন কারনে মেয়েটির মাই তার স্বামীর সাথে ছাড়াছাড়ি করিয়ে নিয়ে আসে, কিন্তু এতদিন মেয়েটার সংসারে এসেছে একটি ছোট্ট ফুটফুটে ছেলে সন্তান, এখন মেয়েটাকে ওর বাচ্চাকে নিয়ে বেশ সুখেই আছে। এভাবে বছর ২ যেতে না যেতেই মেয়েটার মা আবার তার জন্য আরেকটা পাত্র-এর ব্যবস্থা করে। মেয়েটি যখন তার মাকে বলল মা আমি আর বিয়ে করবো না আমার ছেলেকে নিয়েই সাড়া জীবন কাটিয়ে দিব, এ ই কথা বলতে দেরি অমনি তার মা তার দিকে ছুটে এসে এছপার ওছপার মার দিতে থাকে!এভাবেই চলতে থাকে মেয়েটার প্রতিক্ষন। এমনি সময় মেয়েটার সাথে কাকতালীয় ভাবে মোবাইলে কথা হয় একটি ছেলের সাথে যে কিনা তার ভাইর পরিচিত- মেয়েটি মনে মনে চাচ্ছে ইস্ ছেলেটি জদি আমাকে নিয়ে যেত আমার সন্তান সহ তাহলে অভিশপ্ত জীবন থেকে মুক্তি পেতাম। কিন্তু? ছেলেটি কি এই অবস্থা জানার পরও মেয়েটিকে জড়াবে তার জীবনের সাথে????????? হায়! হায়! হায়! ‘‘ ভালবাসা ‘’ তোমার বসতি কোথায়???

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.