বুশরা রহমান চৌধুরী। ডাকনাম নীলা। দেড় আগে মেয়েটি খুলনা বিশ্ববিদ্যালয়ে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন ডিসিপ্লিনে ভর্তি হয়েছিল ভিন্নমাত্রার এই বিষয়ে পড়াশোনা করে নিজের উজ্জ্বল ভবিষ্যত গড়ার স্বপ্নে। এর সাথে ছিল মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা মেয়েটির নিজের পরিবারের দিন ফিরিয়ে দেওয়া, একটু ভালোভাবে দিনযাপন করার প্রত্যাশাও। মেধাবী মেয়েটি স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে পড়াশোনা করে যাচ্ছিল নিয়মিত।
প্রথম বর্ষে দেওয়া দু'টি টার্ম পরীক্ষার মত এবারও সে প্রস্তুতি নিয়েছিল ২য় বর্ষ ১ম টার্ম পরীক্ষা দিতে। কিন্তু মেয়েটি জানত না তার জন্য অপেক্ষা করছে এক কঠিণ অভিজ্ঞতা, জানত না এবার সে পরীক্ষা দিতে পারছে না। টার্মের প্রথম পরীক্ষাটি দেওয়ার পর অসুস্থ বোধ করে নীলা। ভালো চিকিৎসার জন্য ঢাকায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আসলে বিশেষজ্ঞ চিকিৎসকেরা পরীক্ষা করে জানান তার দু'টি কিডনিই অকার্যকর। অসুস্থতা চরমে উঠে যাওয়ায় সে এবার পরীক্ষা দিতে পারেনি, ফলে তার শিক্ষাজীবন থেকে হারিয়ে গেছে ছয়টি মাস।
কিন্তু সামনের দিনগুলিতে তাকে আমরা আমাদের ক্লাসরুমগুলোতে বসতে দেখব কিনা আমরা জানি না। আমরা জানি না সে সুস্থ হয়ে ফিরে আসবে কিনা। কারণ তার বাবার খুব বেশি আর্থিক সামর্থ্য নেই কিডনি রোগের ব্যয়বহুল চিকিৎসার ভার বহন করার মত। কিডনি চিকিৎসায় দেশের চিরায়ত অনগ্রসরতার কারণে দেশে তার চিকিৎসার কোন সম্ভাবনা নেই। বিএসএমএমইউ'র বিশেষজ্ঞগণ তাকে দেশের বাইরে নিয়ে যেতে বলেছেন।
বিদেশের হাসপাতালে তার যথাযথ চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ২৫ লক্ষ টাকা বা তারও বেশি। আমরা বিজিই ডিসিপ্লিনের শিক্ষার্থীরা খুলনার বিভিন্ন যায়গায় ঘুরে আর নিজেরা সাধ্যমত দিয়ে প্রায় ১ লক্ষ ১৫ হাজার টাকা যোগাড় করতে পেরেছি। বাকি টাকা কিভাবে যোগাড় হবে সে ব্যাপারে আমরা অনিশ্চিত, তারপরও ছুটির ভেতরেও সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি। তাকিয়ে আছি আপনাদের দিকে, যারা মানবিক দৃষ্টিকোণ থেকে নীলার সুস্থ হয়ে ফিরে আসা কামনা করবেন।
এই ব্লগটি যারা পড়ছেন, তাদের কাছে আমার আকুল আবেদন- আপনার সাধ্যমত সহায়তা দিয়ে নীলাকে আমাদের মাঝে ফিরিয়ে আনতে সাহায্য করুন।
নয়ত আমরা হারিয়ে ফেলতে যাচ্ছি সম্ভাবনাময় একটি তরুণ প্রাণ। নীলাকে সাহায্য পাঠাতে করতে পারেন এই ঠিকানায়-
মোঃ হাফিজুর রহমান চৌধুরী,
চলতি হিসাব নং- ১০৮০,
জনতা ব্যাংক, কাশীনাথপুর শাখা, পাবনা।
অথবা-
রানা,
বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা।
মোবাইল- ০১৭২১১৭৫৪৭৭
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।