আমাদের কথা খুঁজে নিন

   

“পাপী নেতার ভূত”

দেশের নেতা দশের নেতা, হঠ্যাৎ করে ভাবে। এতো এতো পাপ জমেছে, কেউ জানেনা কবে। ঘুষের টাকায় কেনা জমি, ব্যাংক এ মারা টাকা। ছল চাতুরি লোক ঠকানোয়, নেতা ছিলো পাকা। জীবন ভরে লুট পাট আর, রক্ত নিয়ে খেলা।

মানুষ ধরে জবাই করে, গঙ্গা জলে ফেলা। সেই জলেতে গঙ্গা স্নানে, পবিত্র আর পাক। হাত উঠিয়ে নেতা বলে, বিচার হবে থাক। চলতে থাকে তদন্ত, নেতা ব্যাস্ত খুব। গোপন এক ফোন কলেতে, যা জেনেছিস চুপ।

আঁধার হলে নেতা হাসে, মানুষ কতো বোকা। বিচার হবে কেমনে বলো, ফলের ভিতর পোকা। এসব পাপের অভিশাপে, ঘুম আসেনা নেতার। মধ্যরাতে বউ রে বলে, ভুত দেখেছে সে তার। নেতার ভুতে নেতার গলায়, চাক্কু দিয়ে পোঁচায়।

কান্না করে নেতা বলে, ক্যাডার রা সব কোথায়। বউ বলল জ্বীন ধরেছে, ডাকো জাদুর বুড়ি। বুড়ির কাছে ওষুধ আছে, মরিচ দিবে পুড়ি। আসলো বুড়ি মরিচ পুড়ি, দিলো নেতার পিছে। আগুন গরম তেলের কড়াই, রাখলো পায়ের নিচে।

এবার বুড়ি জ্বীন তাড়াবে, নেতা হবে ভালো। তেলাপোকার চাটনি এনে, নেতার গালে ঢালো। কয়েক ডজন লাল পিঁপড়া, নেতার প্যান্টে ভরে। জাদুর বুড়ি জোরে জোরে, মন্ত্র এবার পড়ে। চোতরা পাতা ঢলতে হবে, নেতার সারা গায়।

সুস্থ্য নেতা হবেই হবে, বুড়ির চিকিৎসায়। মাথার চুলও ফেলতে হবে, এযে কঠিন জ্বীন। আলকাতরা ঢেলে বুড়ি, নাচলো তা ধীন্ ধীন্। ছুঁ মন্তর ছুঁ......., বুড়ি দিলো ফু............। ফু এর সাথে ছিটিয়ে দিলো.., কয়েক দলা .......থু।

নেতা দিলো দৌড়, পিছে ভরা বাঁশ। আরে সবাই বেজার কেনো, হাত তালি দে হাস। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।