এত এত পাপীদের মাঝে নিজেকে যোগ্য পাপী হিসেবে গড়ে তুলার কাজে নিয়োজিত আছি।
আমি নতুন পাপী। পাপের রাস্তায় আমার বিচরন বেশীদিন হয়নি তাই এখনও নতুনই আছি। নিজেকে কেন পাপী হিসাবে সবার কাছে পরিচয় দিচ্ছি? হয়ত এই প্রশ্ন আপনার মনে।
পাপ করা গুনাহ, পাপ মন্দ লোকেরা করে, পাপীদের মানুষজন ঘৃণা করে এসব উক্তি শুনে আমরা বড় হয়েছি।
কিন্তু বাস্তবে তার প্রয়োগ যতসামান্যই চোখে পরে। ভাল মানুষরা লম্বা একটা সালাম পায় এর বেশি সে কিছুই পায় না। সমাজ, রাষ্ট্র কেউ ভাল মানুষদের উপযুক্ত মূল্যায়ন করে না। পাপীরাই সমাজের সর্বস্তরে তাদের প্রভাব ও প্রতিপত্তি বিস্তার করে চলছে। আপনারা আমরা সবাই ধীরে ধীরে পাপীদের কেই সম্মান দিতে অভস্ত হয়ে যাচ্ছি আর ভাল মানুষদের অবহেলার চোখে দেখি।
অসম্পূর্ন.......(পরে আরও লিখব এই পোস্টে)।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।