আমাদের কথা খুঁজে নিন

   

পাপী

লিখে যেতে চাই সাহসী হাতে আমার অন্তরলীন অবচেতনে , শয়নে জাগরণে চড় মেরে যায় থেঁতলানো কর্মঠ হাত গুলো , আমার নিঃশ্বাস নেওয়ার অক্সিজেন বাতাস থেকে কেড়ে নিচ্ছে বয়লার চাপা পড়া নিঃশব্দ বুক । আমার পরিপুষ্ট পা অচল হয়ে আসে নুপুর পড়া নিথর পায়ের লাথিতে ... উহ আর যে পারি না । কানের পর্দা ফেটে যায় মৃত মায়ের নবজাতকের জন্ম চিৎকারে হ্যাঁ আমি , আমিই সেই পুরনো পাপী আমার উপর ভেঙ্গে পড়ুক আকাশের ছাঁদ আর পৃথিবীর দেয়াল ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।