এইখানে শুয়ে থাকে অশরীরী পুরুষ এক ; রাত্রির কোল ঘেঁষে , মৌনতা ভোর কেটে যাবে বলে , ভেনাস তোমাকে ভালবেসে ....
মনে কর
আমাদের হয়নিকো দেখা
কোনদিন কোন কালে
তোমার কল্পনার গোধূলী লগনে ;
তুমি লেখনি কোন গান অথবা কবিতা
কোন উদাস দুপুরে অথবা দিনের শেষে
ফেলনি চোখের জল
আমাকে ভালবেসে অথবা
মুছিয়ে দিইনি আমি আদর করে
অথবা আঁকিনি তোমার কপালে
ভোরের ছোট্ট নরম সূর্য !
অথবা মনে কর
গাওনি কোন গান রবি ঠাকুরের
অথবা ইন্দ্রাণী সেনের
অথবা অনুরাধার সুরে মিলাওনি সুর
শুধু আমাকে কাছে পেতে ..........।
অথবা মনে কর
থাকনি দাঁড়িয়ে
সারাটা দিন ধরে পথের পরে ,
অথবা পরনি কোন আকাশী রঙের শাড়ি
অনেক যতনে ,
অথবা খোঁপাটি বাঁধনি বেলীর বাঁধনে .........
মনে কর প্রিয়তমা
মনে কর ..........
রাখনি এই হাত তুমি নীরার মতো
অথবা বলিনি আমি সুনীল হয়ে,
এই হাত ছুঁয়েছে নীরার মুখ
আমি কি এই হাতে আর কোনদিন
পাপ করতে পারি ! "
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।