আমাদের কথা খুঁজে নিন

   

পাপী

যদিও তুমি ধ্রুবতারা তবুও আমি দিশেহারা শরীর চষে চষে ক্লান্ত, পুরানা ক্ষয়িষ্ণু লাঙ্গলের ফলায়- ভেতরের ঊর্বরতা টের পাইনা। কিসের যেন অভাব! তোমাকে একটু খুড়তে দাও। খুড়ে-খুড়ে তোমাকে নশ্বর বানাই। পাপি হই, মহা রহস্যের সন্ধানে। প্রেম পৃথীবির আদীম তম পাপ।

অসংখ্য পাপ, ছেয়ে গেছি আমি। আমাদের ছেঁকে ধরেছে পাপে। পূণ্যি একপাক্ষিক ধ্যান, তোমাদের স্বার্থ। আমরা স্বজ্ঞানী, আমরা স্বার্বজনীন। আমাদের পাপেই মনযোগ, আমরাই প্রেম সম্প্রদায়।

আমরা প্রেমে পতিতি হলাম, আমরা সৃষ্টির স্বপথ নিলাম, আমরা জ্ঞানী হলাম, আমরা পাপি হলাম। আমরা নিষিদ্ধে আকৃষ্ট হলাম। আমরাই সংজ্ঞা উৎপাদনকারি। আমাদের স্বপ্নেরও কারকারখানা আছে, আমরা উৎপাদন মুখি কার্যক্রমে- তোমাদের স্বপ্নের বায়োস্কোপ দেখাই। তোমরা স্বপ্ন দেখবে বলে, দুঃস্বপ্নের- বিনিময়ে আমাদের থেকে স্বপ্ন ছিনিয়ে নাও।

আমি-তোমরা, তুমি-আমরা সবাই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।