আমাদের কথা খুঁজে নিন

   

পাপী আমি তোমাদের এই নগরে!

♠ ব্লগার ইমন জুবায়ের ♠ মেঘের আড়ালে থাকা একটি নক্ষত্রের নাম

পাপী আমি তোমাদের এই নগরে! ---------------------------------------------------- আমি পাপী তুমি পাপী পাপী বিশ্বময় পাপে ভরা স্বপ্নশ্বাপদ পাপেই হই ক্ষয়। তবুও ভালোবেসে পাপ করে যাই পাপকে আগলে পূণ্য সাজাই। পাপ কে সামনে রেখে মন্দটাকে জড়িয়ে ধরে পাপী হয়েছি তোমাদের এই নগরে। খুজে ফিরি পূণ্য তীর্থ হায় গঙ্গা ! আমায় বিশুদ্ধ করো মুছে দাও সব পাপ আমায় নির্মল করো । জমে গেছে; গেছে মরচে পড়ে পূণ্য এ দেহ; পাপের আচঁড়ে। গঙ্গা কি পারবে নির্মল করতে ? পারবে কি ফিরিয়ে দিতে পূন্য দেহ খানি। কতো পথ ঘুড়ে; কতো দরগাহ্ কতো মানত্ নাহ্ পাপী আমি রয়েই গেছি পারিনি পূন্য হতে দিনে দিনে কঠিণ পাপী হচ্ছি এই পুরোনো জগতে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।