অন্তহীন নির্লিপ্ত নয়ন আজম মাহমুদ পাখীদের আনাগোনা বেশি ছিলো। আর ভালোবাসার তাগিদে উঠেছিলো ঢেউ নদীর বুক জুড়ে। পূর্ণিমার রাতগুলো খুববেশি ঘোরলাগা। আকাশের রোগ ছিলো অসময়ে ভিজিয়ে দেয়ার- এবং ভিজেছি দু’জন রাতদিন সমানতালে। ভালোবাসা ছাড়া আরেক অংশে কাছে থাকার ডাক ছিলো, অকারণে পাখীদের জাগিয়ে তোলার ভয়ে অন্তহীন নির্লিপ্ত তোমার আমার নয়ন। অন্তহীন নির্লিপ্ত নয়ন কান্নায় কিংবা বৃষ্টিতে ভিজে রূপ পাল্টিয়েছে। হৃদয়ের আদিম অক্ষর তবু অবিকৃত, নিশ্চল। সাদা বেড়ালের শরীর বেয়ে নেমেছিলো ভয়, তখনও আমি রাজপুত্তর তোমার। দৃষ্টিহীন ভবিষ্যৎ দাঁড় করিয়ে দিলো দু’জনের চেনা প্রতিকৃতি আর থেমে গ্যালো রাশউৎসব, কঠোর কঠিন বাস্তবতার আঘাতে। ২৬.০৪.২০১২
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।