আমাদের কথা খুঁজে নিন

   

আয়নায় আমি

মাঝে মাঝেই ঘুরে ফিরে নিজের দিকে তাকাই, ছোট্ট হাতটি দেখতে দেখতে বড় হয়ে গেল .... বলহীন পা-যাতে তেল মেখে দিতো মা সে আজ লাথি দিয়ে ভেঙ্গে ফেলে মায়ের ঘরের দেয়াল, গুপ্তধন আত্মসাতের লোভে। মাঝে মাঝেই নেড়ে চেড়ে দেখি এটা সেটা সব..সবকিছু, কত ছোট ছোট ছিল হাতের আঙ্গুল পেটের মাপ.... শীর্ণ বুকটা আগলে রাখতো মা পরম মমতায় আজ সবকিছুতে আগ্রাসণের উদ্ধত্য মা মাটি মানুষ কিছু মানতে চায়না। প্রায় ফিরে তাকাই অতীতের দিকে টেরি কাটা ঘন কালো চুল, চিকচিক করা ত্বক আর সদা মিষ্ট হাসি...। আজই ভাটা পড়েছে সবকিছুতে সব পলি ধুয়ে গেছে, উর্বরতা শুষে নিয়েছে বিবেকহীন দাম্ভিক বিবেচনা। সেবু মোস্তাফিজ মামবি পীরগঞ্জ-রংপুর ১০.০৫.১২ সকাল ৭টা.....[b][/b]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।