আমাদের কথা খুঁজে নিন

   

ফ্রান্সের এক নিকাবী বোনের গল্প

ধৈর্য সুপার মার্কেট থেকে বাজার সদাই নিয়ে এক নিকাবী বোন মূল্য পরিশোধের লাইনে দাড়াল। কয়েক মিনিট পর, চেকআউট কাউন্টারে তার পালা আসল। চেকআউট কাউন্টারে ছিল এক হিজাব ছাড়া এক আরব মুসলিম মেয়ে। সে সদাই স্ক্যান করতে করতে ঔদ্ধত্যের সাথে নিকাবী বোনের দিকে তাকাল আর বলল, " ফ্রান্সে আমাদের অনেক সমস্যা আছে, আর তোমার নিকাব তার মধ্যে একটা!! আমরা, অভিবাসীরা, এখানে এসেছি ব্যাবসার জন্য, নিজেদের দ্বীন আর ঐতিহ্য দেখাতে আসিনি!! তুমি যদি তোমার দ্বীন পালন করতে চাও আর নিকাব পরতে চাও তাইলে নিজের আরব দেশে ফিরে যাও আর যা খুশি করো!! " নিকাবী বোন তার ব্যাগে সদাই ভরা থামিয়ে দিল আর তার নিকাব খুলে ফেলল..... চেকআউটের মেয়েটা একটা ধাক্কা খেল! নিকাবী মেয়েটার ছিল সোনালী চুল আর নীল চোখ। সে বলল, " আমি ফরাসী মেয়ে, আরব অভিবাসী নই। এটা আমার দেশ আর, এটাই আমার ইসলাম!! তোমরা জন্মগত মুসলিমরা তোমাদের দ্বীন বিকিয়ে দিয়েছ আর আমরা তোমাদের থেকে সেটা কিনে নিয়েছি!" অনেক প্রত্যাবর্তিত মুসলিমদের ইমান জন্মগত মুসলিমদের থেকেও দৃঢ় হয়! সুবহান আল্লাহ! বাস্তবিকই, "ইসলাম শুরু হয়েছিল আগন্তুক( অাজব ) হিসেবে আর তারপর এটা আবার ফিরে যাবে আগন্তুক হয়ে। সুতরাং আগন্তুকদের সুসংবাদ দাও।" (ফেসবুক হতে অনুদিত) আরেকটা মজার ভিডিও দেখতে পারেন  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.