কে কে সি। (কুত্তি কামিনি চীজ) ইয়েমেন ভিত্তিক আল-কায়েদা বিমান ধ্বংস করতে অন্তর্বাস বোমা তৈরি করেছিল বলে দাবি করছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ ফলে আল-কায়েদার ক্ষমতা নিয়ে নতুন করে তর্ক-বিতর্ক শুরু হয়েছে৷ ওসামা বিন-লাদেনকে সরিয়ে দেওয়ার এক বছর পরেও আল-কায়েদা একেবারে নিষ্ক্রিয় হয়ে গেছে কিনা, এই নিয়ে যখন বিতর্ক চলছিল, তারই মধ্যে শোনা গেল নতুন হামলার ষড়যন্ত্রের কথা৷ আবার বিমান ধ্বংস করার চক্রান্ত – এবার অন্তর্বাস বোমা দিয়ে৷ তা নিয়ে হামলাকারী বিনা বাধায় সহজেই বিমানবন্দরের নিরাপত্তা বলয় ভেদ করে বিনা বাধায় বিমানে পৌঁছে যেতে পারে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে৷ মার্কিন কর্তৃপক্ষ দাবি করছে, মধ্যপ্রাচ্যে কোনো এক দেশের সরকার এমন অন্তর্বাস বোমা উদ্ধার করেছে৷ সম্ভবত ইয়েমেন-ভিত্তিক আল-কায়েদার শাখা এই অভিনব বোমা প্রস্তুত করে কোনো আত্মঘাতী হামলাকারীকে দিতে চেয়েছিল, যে মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্য কোনো পশ্চিমা দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে বিমানে বিস্ফোরণ ঘটাতে পারে৷ নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন প্রশাসনের কর্তাব্যক্তিরা বার্তা সংস্থা রয়টার্স'কে জানিয়েছেন, গত ১০ দিনের মধ্যে এই বোমা উদ্ধার করা হয়েছে৷ তবে ষড়যন্ত্রের রূপরেখা চূড়ান্ত হওয়ার আগেই তা ফাঁস হয়ে যায়৷ ফলে কোনো নির্দিষ্ট বিমানে হামলার কোনো আশঙ্কা ছিল না৷ তাদের ধারণা, পলাতক সৌদি জঙ্গি হাসান আল-আসিরি এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত৷ ২০০৯ সালে যে দু'টি হামলা বিফল হয়, তাতে যে বোমা ব্যবহার করা হয়েছিল, তার থেকে অনেক উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে নতুন বোমাটিতে৷ ইয়েমেন ভিত্তিক আল-কায়েদা বিমান ধ্বংস করতে অন্তর্বাস বোমা তৈরি করেছিল বলে দাবি করছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ ফলে আল-কায়েদার ক্ষমতা নিয়ে নতুন করে তর্ক-বিতর্ক শুরু হয়েছে৷ ওসামা বিন-লাদেনকে সরিয়ে দেওয়ার এক বছর পরেও আল-কায়েদা একেবারে নিষ্ক্রিয় হয়ে গেছে কিনা, এই নিয়ে যখন বিতর্ক চলছিল, তারই মধ্যে শোনা গেল নতুন হামলার ষড়যন্ত্রের কথা৷ আবার বিমান ধ্বংস করার চক্রান্ত – এবার অন্তর্বাস বোমা দিয়ে৷ তা নিয়ে হামলাকারী বিনা বাধায় সহজেই বিমানবন্দরের নিরাপত্তা বলয় ভেদ করে বিনা বাধায় বিমানে পৌঁছে যেতে পারে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে৷ মার্কিন কর্তৃপক্ষ দাবি করছে, মধ্যপ্রাচ্যে কোনো এক দেশের সরকার এমন অন্তর্বাস বোমা উদ্ধার করেছে৷ সম্ভবত ইয়েমেন-ভিত্তিক আল-কায়েদার শাখা এই অভিনব বোমা প্রস্তুত করে কোনো আত্মঘাতী হামলাকারীকে দিতে চেয়েছিল, যে মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্য কোনো পশ্চিমা দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে বিমানে বিস্ফোরণ ঘটাতে পারে৷ নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন প্রশাসনের কর্তাব্যক্তিরা বার্তা সংস্থা রয়টার্স'কে জানিয়েছেন, গত ১০ দিনের মধ্যে এই বোমা উদ্ধার করা হয়েছে৷ তবে ষড়যন্ত্রের রূপরেখা চূড়ান্ত হওয়ার আগেই তা ফাঁস হয়ে যায়৷ ফলে কোনো নির্দিষ্ট বিমানে হামলার কোনো আশঙ্কা ছিল না৷ তাদের ধারণা, পলাতক সৌদি জঙ্গি হাসান আল-আসিরি এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত৷ ২০০৯ সালে যে দু'টি হামলা বিফল হয়, তাতে যে বোমা ব্যবহার করা হয়েছিল, তার থেকে অনেক উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে নতুন বোমাটিতে৷
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।