জানতে চাই_জানতে চাই এবং জানতে চাই
ভারতীয় তারকা শাহরুখ খানকে নিয়ে শুধু আমাদের দেশে নয় বরং সারা বিশ্বেই ব্যাপক উন্মাদনা হয়, তবে উন্মাদনার মাত্রা বাড়লেই বিপত্তি। সেই ধারাবাহিকতা থেকে বাঙলাদেশে আগমনটা মোটেই ব্যতিক্রম কিছু নয়। প্রিয় মানুষটিকে দেখতে হুমরিখেয়ে (আবার বাঙালি) পড়বে তাই স্বাভাবিক। অনুষ্ঠান হলো, তারা তাদের সংস্কৃতি আমাদের মাঝে তুলে ধরলো, আমরা মজা পেলাম। সবকিছু ঠিকঠাক চললেও কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে! অন্তর্বাস প্রদর্শন। অন্ধকার ঘরে অনেক ঝুকি নিয়ে অনেকেই নীল ছবি দেখেছে, তবে এরকম প্রদর্শনী? হয়তো না। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যৌন হয়রানির বিরুদ্ধে অনেক অভিযানের কথা বললেও তিনি নিজেই অনুষ্ঠান দেখেছেন মাটিতে বসে (তার কেদারা সংকুলান হয়নি)! অন্যান্য অনেক অভিনেত্রীকে লাফালাফি করতেও দেখা গেছে অনেক সময় ধরে (তারা তাদের ব্যক্তিত্বও হয়তো বোঝে না)!
এখন যদি এ অনুষ্ঠানটি আমরা (পরিবারসহ) স্বাভাবিক ভাবে নিতে পারি, তবে বাঙলা ছায়াছবিগুলোতে নগ্ন দৃশ্যের সংযোজন কেন খারাপভাবে নিবো। পরিচালকরা নান্দনিকভাবেই তার ব্যবহার করলে দর্শক মুগ্ধই হবেন!! সবকিছুই দেখা দরকার; না হলে কোনটা ভালো কোনটা মন্দ তা তো বোঝা যাবে না। তবে এটাও ঠিক ভালোটাই গ্রহণ করতে হবে মন্দটা নয়..
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।