আমাদের কথা খুঁজে নিন

   

অন্তর্বাস* মানে কি!

দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...
বালক: আচ্ছা বলত অন্তর্বাস মানে কি! বালিকা: এ্যা মা, তোমার মুখে কিছুই আটকায় না! যাও পাজি ভাগ, কথা বলব না। বালক: সে কি ক্যানো, আমি আবার কি করেছি! এই বলনা অন্তর্বাস মানে কি? বালিকা: ইশ্, আবার! আমি এক্ষুনি উঠলাম। দিন দিন তোমার বাড় বেড়ে যাচ্ছে। লাই দিলাম কি মাথায় উঠে যাচ্ছো, ছি! বালক: মানে! বালিকা: মানে আবার কি! অসভ্য কোথাকার। বালক: এই, তুমি এমন করছ কেন! বলনা অন্তর... বালিকা: খবরদার! এই আমি চললাম। নিজের ইতরামী চরিত্র নিয়ে এই সব অসভ্যতা অন্য মেয়েদের সাথে করো। তুমি যা ভেবেছ আমি সে মেয়ে নই। বাই বাই। বালক: একটা কবিতা লিখছিলাম, অন্ত মিলের জন্য একটা শব্দের অর্থ শুধু তোমারে জিগাইছিলাম! আমারে ছাইড়া এইরম কইরা যাইও না প্লিজ, কবিতাটা অন্তত শুইনা যাও তোমার অন্তরে আমার বসবাস আমি তোমার রঙ্গিন অন্তর বাস... * নির্মল মনে ব্লগের সকল নিরিহ কবিদের উদ্দেশ্যে নিবেদিত
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।