তাশফী মাহমুদ চুরির বাতিক থাকতে পারে, কিন্তু তাই বলে মেয়েদের অন্তর্বাস চুরি কোন ধরনের বাতিক? সিঙ্গাপুরের ১৮ বছর বয়সী এক ছাত্রের এমন বাতিক দেখে রীতিমতো হতভম্ব আদালত। তাই অপরাধ প্রমাণিত হলেও শাস্তি দিতে পারেনি আদালত। ওই ছেলেকে দুই বছর মানসিক হাসপাতালে রেখে চিকিৎসা দেয়ার পরামর্শ দিয়েছেন বিচারক। ছেলেটির বিরম্নদ্ধে আদালতে ছয়টি অভিযোগ দায়ের করা হয়েছিল। এর মধ্যে দুটি অভিযোগ চুরির, চারটি বাসার ক্ষতিসাধন এবং প্রতারণা করে পরিচ্ছদ ও অনত্মর্বাস বাগানো।
অভিযোগে জানা যায়, গতবছর ফেব্রম্নয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত কোমপাসভ্যাল বোর বিভিন্ন ফ্ল্যাটে তিনি ওই অপরাধগুলো করেছেন। তার চুরি করা বস্তুর মধ্যে রয়েছে পরিচ্ছদ, প্যান্টি এবং ব্রা। সিঙ্গাপুরের আইন অনুযায়ী চুরির অপরাধে তাকে অর্থদ-সহ তিন বছরের জেল হতে পারত। কিন্তু আদালত এ অপরাধকে মানসিক বিকার বলে বর্ণনা করেন এবং তাকে মানসিক হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন।
View this link
ইন্টারনেট।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।