আমাদের কথা খুঁজে নিন

   

আমাদরে সমস্যা এখন পাকস্থিান নয়,আমাদরে সমস্যা অসৎ রাজনীতকি আমলা ব্যবসায়ী শল্পিপতি



মুক্তিযুদ্ধের যোদ্ধারা ভিক্ষে করে,না খেয়ে,বিনা চিকিৎসায় মরেছে মরছ্ ে। আবার শিল্প সাহিত্য ব্যবসায় রাজনীতিতে মুক্তিযুদ্ধ ভাংগিয়ে কোটি টাকার গাড়ী বাড়ী ভোগ বিলাস ! এরজন্য পাকিস্থান দায়ী ? এই-ই সত্য যে আমরা স্বাধীন স্বার্বভৌম। পাকিস্থান আর কোনদিনই আমাদের এ স্বাধীনতা কেড়ে নিতে পারবে না। পারবেনা পাকিস্থানের সংগে যুক্ত করতে। আমরা স্বাধীনতা পরবর্তী প্রজন্ম, স্বাধীন দেশেই আমাদের জন্ম, লাল সবুজের পতাকা বুকে নিয়েই আমরা জন্মেছি এদেশে।

আমাদের সমস্যা এখন পাকিস্থান নয়। আমাদের সমস্যা আমরা এখনও বস্তি ফুটপাত আর গ্রামের জীর্ণ শীর্ণ ঘরে অমানবেতর জীবন যাপন করি। আমাদের সমস্যা আমরা এখনও উচ্চমুল্যের শিক্ষা কিনতে হিমশিম খাচ্ছি। আমাদের সমস্যা আমরা উচ্চমুল্যের স্বাস্থ্য সেবা কিনতে না পেরে রোগাক্রান্ত হয়ে ধুকে ধুকে মরছি। পাকিস্থান এখন আমাদের সমস্যা নয়।

আমাদের সমস্যা আয়ের সাথে ব্যয় মেলেনা। আমাদের সমস্যা আমাদের প্রকৃতি নদ নদী পাহাড় বিলুপ্ত হচ্ছে। মুক্তিযোদ্ধাদের রক্তের ঋণ তা শোধ হবার নয়। একটা সুখী সমৃদ্ধ স্বাধীন সোনার বাংলা ছিলো মুক্তিকামী মানুষের স্বপ্ন। ৪৩ বছর পরে পাকিস্থান কি মন্তব্য করলো তা নিয়ে পাকিস্থান দুতাবাস আক্রমন না করে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানো হয়েছে তাই যথেষ্ঠ।

রাজাকারের বিচার চলছে চালিয়ে যেতে হবে। আমাদের মিছিল নিয়ে ছুটতে হবে শহরের বস্তি ফুটপাতে আর গ্রামের জীর্ণ শীর্ণ ঘরে বসবাসকারীদের পাকাঘর পাকা পায়খানা সুপেয় পানি সরবরাহের এবং মাসে ১০ হাজার টাকা ভাতা দেওয়ার দাবীতে। আমাদের আওয়াজ তুলতে হবে ধনী মুক্তিযোদ্ধা গরীব মুক্তিযোদ্ধা একই রকম গাড়ীতে চড়বে,আমাদের আয়োজ তুলতে হবে ধনী মুক্তিযোদ্ধা গরীব মুক্তিযোদ্ধা একই রকম বাড়ীতে থাকবে, আমাদের আয়োজ তুলতে হবে ধনী মুক্তিযোদ্ধা গরীব মুক্তিযোদ্ধাদের একই রকম অভিন্ন শিক্ষা ও স্বাস্থ্যসেবা দিতে হবে। স্বাধীনতা সেতো শুধু মুষ্টিমেয় ধনী বড়লোক সম্পদশালীর নয়। সকলের, সকল মানুষের ।

স্বাধীনতাকে ব্যবহার করে এদেশের রাজনৈতিক দলগুলো সকল সুখ সমৃদ্ধ ধন সম্পদ রাজনীতিক আমলা বড়লোক ব্যবসায়ীর অধীনে নিয়ে দেশের বেশীর ভাগ মানুষকে দাস বানিয়ে রেখেছে। স্বাধীনতা পৃর্ববর্তী গরীবেরা ছিলো তখনকার বড়লোক ও পাকিস্থানের দাস আর স্বাধীনতা পরবর্তীতে গরীবেরা স্বাধীন দেশের স্বাধীন বড়লেকের দাস। আমাদের স্বাধীন দেশের স্বাধীন বড়লোক আমলা রাজনীতিক ব্যবসায়ীদের সাথে অত্যাচারী পাকিস্থানী হায়নাদের মধ্যে তফাৎ নেই। আগে শোষন নির্যাতন করতো পাকিস্থানীরা এখন শোষন নির্যাতন করে স্বাধীন দেশের স্বাধীন বড়লোক আমলা রাজনীতিক ব্যবসায়ী। শুধু কি তাই ! আমাদের স্বাধীনতা আজ ভারত আমেরিকার কাছে পরাধীন।

আমাদের প্রকৃতি নদ নদী সবই ধ্বংস হতে যাচ্ছে ভারতের পলিসিতে। আবহমান কৃষ্টি কালচার সংস্কৃতি ইতিমধ্যেই ভারত মুখী আমেরিকা মুখী। এত ত্যাগে অর্জিত এ স্বাধীনতা শুধু সম্পদ আর ক্ষমতার মোহে স্বাধীন দেশের স্বাধীন বড়লোক আমলা রাজনীতিক ব্যবসায়ীরা আমেরিকা ভারতের কাছে পরাধীন করে রেখেছে হাজার কোটি লক্ষ কোটির ঋণে। আমরা স্বাধীনতা পরবর্তী প্রজন্ম আমরা সামনে এগিয়ে যেতে চাই। আমাদের স্বাধীনতাকে অক্ষুন্ন রাখতে চাই।

আমেরিকা ভারতের সিদ্ধান্তে দেশ যেভাবে চলছে তাতে দেশের ধার দেনা বৃদ্ধি পাচ্ছে আর আসল সমস্যা আড়াল করা হচ্ছে। গণতন্ত্র মানে গরীবের শহরের বস্তি ফুটপাত গ্রামের জীর্ণশীর্ণ ঘরে নিষ্ঠুরতম কষ্টকর অনিশ্চয়তার জীবন যাপন ! তা যদি গণতন্ত্র হয় তাহলে ছন্নছাড়া শয়তান ভারত আমেরিকার মধ্যস্থতায় সে গণতন্ত্রের প্রতিবাদ গরীবেরা করবেই । বড়লোকেরা বড়লোকের দাবী দাওয়া নিয়ে মানব বন্ধন করছেন গরীবেরাও এদেশে আমেরিকা ভারতকে নিষিদ্ধ করার দাবীতে,সকল পরিবারকে মাসে দশ হাজার টাকা ভাতা দেওয়ার দাবীতে,দেশ বিরোধী সকল চুক্তি বাতিলের দাবীতে,সকল পরিবারকে পাকা ঘর স্বাস্থ্যসম্মত লেট্রিন সুপেয় পানি সরবরাহের দাবীতে প্রতিবাদ অহিংস সংগ্রাম করবেই। গণজাগরণ মঞ্চ কি ধনী মুক্তিযোদ্ধাদের সংগঠন ! নাকি ধনী গরীব সকল স্বাধীনতাকামী মানুষের সংগঠন ! গণ জাগরণ মঞ্চ যদি স্বাধীনতার পক্ষে ধনী গরীব সকল স্বাধীনতাকামী মানুষের সংগঠন হয় তাহলে বলবো হে গণজাগরণ মঞ্চ পাকিস্থান এখন আমাদের জন্য সমস্যা নয়,আমাদের স্বাধীনতা পাকিস্থান ছিনিয়ে নিতে পারবে না,যুদ্ধাপরাধীর বিচার বাধাগ্রস্থ করতে পারবে না। গণ জাগরণ মঞ্চ যদি স্বাধীনতার পক্ষে ধনী গরীব সকল স্বাধীনতাকামী মানুষের সংগঠন হয় তাহলে বলবো হে গণজাগরণ মঞ্চ আপনদের সফলতা লাল সবুজের পতাকাকে সম্মানিত করেছে,আপনারা থামবেন না,মুক্তিযুদ্ধের শহীদরা.জীবন্ত যোদ্ধারা আত্মায় সুখ অনুভব করছে।

আপনারা থামবেননা, নতুন করে আওয়াজ তুলুন ধনী মুক্তিযোদ্ধা গরীব মুক্তিযোদ্ধা একই রকম গাড়ীতে চড়বে,ধনী মুক্তিযোদ্ধা গরীব মুক্তিযোদ্ধাদের একই মানের ঘর,একই মানের খাবার,একই মানের শিক্ষা,একই মানের স্বাস্থ্যসেবা দিতে হবে,না খেয়ে বিনা চিকিৎসায় আর কোন মুক্তিযোদ্ধা পরিবার,গরীব পরিবার কষ্ট পাবেনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.