আমাদের কথা খুঁজে নিন

   

কোকো শ্যানেল

ফ্যাশনের রানী পরিচয়ে এক নামে অনেকেই চেনেন কোকো শ্যানেলকে। আধুনিক সময়ের ফ্যাশন সচেতন নারীদের সাজসজ্জার অনেক ধারাই তার হাতে এসে উন্নত ও মার্জিত হয়েছে। আমাদের সামনে সুন্দরী মডেলরা নিত্যনতুন ডিজাইনারের পোশাক পরে

গ্ল্যামার্স আউটলুক দেয় তার পেছনে কোকো শ্যানেলের অবদান কম নয়। ১৮৮৩ সালে শ্যানেল এক হতদরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার মা পঞ্চম সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান।

হতভাগ্য বাবা শ্যানেল আর তার বোনকে নানদের পরিচালিত এতিম খানায় রেখে চলে যান। শ্যানেলের দুই ভাইয়ের জায়গা হয় বড় চাষিদের খামারে, শিশুশ্রমিক হিসেবে।

কোকোর আসল নাম 'গাব্রিয়েলা বনহুর শ্যানেল'। তার উত্তরণের গল্পটা রূপকথাকেও হার মানিয়ে দেয়। এতিমখানা ছেড়ে বোনের সঙ্গে থেকে হ্যাট বানানো শুরু করে।

হ্যাট বানিয়ে বিক্রি করত। ঘটনাক্রমে ধনী বস্ত্র ব্যবসায়ী এথেনের সঙ্গে দেখা হয় কোকোর। তার বয়স তখন ২১।

কোকো এথেনের সঙ্গে বসবাস শুরু করেন একটু ঘনিষ্ঠ হওয়ার পরই। এথেনের বয়স তখন ২৪।

তারা সব ভাই মিলে অনেক বড় ব্যবসা-প্রতিষ্ঠানের মালিক। অভিজাত সমাজের নারী-পুরুষের সংস্পর্শে আসেন তিনি। তাদের চলন-বলন রীতিনীতিতে অভ্যস্ত হয়ে পড়েন। এরই মধ্যে নিজের সৃষ্টিশীলতা, আপন খেয়াল আর একটু চ্যালেঞ্জ ছুড়ে দিতেন তিনি। আর তাই সবার প্রশংসা পেত! এভাবেই উঠে আসেন শ্যানেল।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।