আমাদের কথা খুঁজে নিন

   

কোকো নাম টার উৎপত্তি কোথায়।

সময় এর আনন্দ শুধু সময় এর প্রাপ্তি। ।

খালেদা জিয়া এবং জিয়াউর রহমান এর কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো এর নাম এর উৎপত্তি কোথায়.। । ।

এ রকম আজব নাম হওয়ার মানে কি? নিতান্ত ই ইত্রামি করার জন্য আমি কোকো নাম টার উৎপত্তিস্থল বের করসি.। । হাহাহাহা সম্ভাব্য উৎপত্তিস্থল গুল নিচে দেয়া হল ঃ ১। কোকো যখন ছোটো তখন ই তার অভিভাবক রা বুঝতে পারেসে বড় হয়ে এই ছেলে ''কোকেন'' খাবে। ২।

ছোটো বেলায় কোকো অনেক বেশি কোক (Coca-cola) খেত। ৩। ছোটোবেলায় কোকো মুরগীর মত কক কক করত। ৪। ছোটোবেলায় কোকো কাক এর মত কাল ছিল।

সরাসরি কাক বললে সে রেগে যেত তাই আদর করে তাকে কোকো ডাকা হত। আরো কিছু বের করসিলাম এখন মনে পড়ে না.। । নাম নিয়া ফাইজলামি করা ঠিক না। কিন্তু এই টাইপের নাম ছাইড়া দেয়া ঠিক না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।