চাকরি করার ইচ্ছে হয়নি কখনো। তাই তো পড়ালেখা হিসাববিজ্ঞান নিয়ে, কিন্তু করছি কম্পিউটার ব্যবসা!!! কম্পিউটার সংক্রান্ত যে কোন বিষয়ে যোগাযোগ করতে পারেন। মেইল: sajimtalukdar@gmail.com
যেদিন হতে বাসে চলাচল করি সেদিন হতে দেখে আসছি চালকের হাতের ঠিক বামপাশের বসার স্থানে লেখা মহিলা ৫ জন। তবে কিছুদিন হলো দেখছি মিনিবাস এবং টিকেট কাউন্টারের বাস গুলোতে চালকের ঠিক পিছনের সিট গুলোতে লেখা মহিলা, শিশু এবং প্রতিবন্ধী ৬টি/৯টি আসন সংরক্ষিত। এতে আমার কেন কারো কোন অভিযোগ থাকার কথা না।
কিন্তু দু'দিন আগে টিকেট কাউন্টারের বাসে উঠলাম কয়েকটা সিট ফাঁকা একটু ক্লান্ত তাই বসে পড়লাম। তবে কেউ-ই দাঁড়িয়ে নেই। কিন্তু পরের স্টপিজেই বাস পুরো ভরে গেল। বাস চলছে হঠাৎ এক ভদ্র মহিলা উচ্চ কন্ঠে বলে উঠলো "ঐ ড্রাইভার মহিলা সিটে পুরুষ বসছে ক্যান"??? ঐ আপনারা উঠেন আমি বসবো। তখন আমি উপরে তাকিয়ে দেখলাম আমি ঐ সংরক্ষিত আসনের একটিতে বসা।
এবার এক ভদ্র লোক বললেন " তা হলে যেই কয়জন মহিলা আমাগো সিটে বইছে হেগো সিট ছাড়তে কন"।
তখন পুরো বাসের লোকজন দু'ভাগে বিভক্ত। মনে হলো আর বসে থাকা যায় না। আমি উঠে এক মহিলাকে বসতে দিতেই পরিবেশটা একটু হলেও শান্ত। তখন এক ভদ্র লোক বললেন " ক্যান মহিলাগো তো ইসলাম পুরুষের চাইতে অনেক বেশি মর্যাদা দিছে তাইলে তারা আবার সমান অধিকার চায় ক্যান"??? সমান অধিকার চাইলে পুরুষের সাথে দাঁড়াইয়া থাকেন... ...।
তবে বাস থেকে নেমে এটা বুঝতে পারলম যে, আমরা যে সব কথা বলি বা লেখি তা স্পষ্ট নয় বলেই দ্বিধা দ্বন্দের সৃষ্টি হয়। কারন মহিলা, শিশু এবং প্রতিবন্ধী ৬টি/৯টি আসন সংরক্ষিত এখন যদি মহিলা, শিশু এবং প্রতিবন্ধীর সংখ্যা ৬/৯ এর বেশি হয় তাহলে??? আবার যদি পুরো বাসে কোন মহিলা, শিশু এবং প্রতিবন্ধী না থাকে??? আবার জাতিসংঘের মতে ১৮ বছরের নিচে সবাই শিশু আর আমরা শিশুদের শিক্ষাদেই মুরব্বিদের জন্য আসন ছেড়ে দেবার। তাহলে শিশুদের জন্য আসন সংরক্ষণের প্রয়োজন কি??? আর এখানে কেন বৃদ্ধদের জন্য আসন সংরক্ষণ করা হলো না???
আর এত সবের জন্য ঐ একটি কথাই দায়ী। তাই বাসে লেখা উচিত মহিলা, শিশু, প্রতিবন্ধী এবং বৃদ্ধদের জন্য আসন ছেড়েদিন। আমার মনে হয় আমরা খুব একটা খারাপ না...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।