আমাদের কথা খুঁজে নিন

   

বাসের সিটে ঝড়

ভাবনার কথা

বাসে-পথে-রিক্সায়-লেগুনায় নির্বাচনের আগুন জ্বলছে এখনও। এবং আলোচনার যে ঝড় তার সার সংক্ষেপ মোটামুটি একই। ‌'আরে ভাই, আওয়ামী লীগ আসলে জিতে নাই, হারছে বিএনপি।' -মানে? -মানুষ যে ভালবাইসা আওয়ামী লীগেরে ভোট দিছে তা কিন্তু না। বিএনপি'র ওপর বিরক্ত হইয়া আর কোন বিকল্প নাই বইলা দিছে। এবার শুরু হল একটু ভিন্ন ধাঁচের আলোচনা।.. -কেন? বিকল্প কি আর আছিল না? -কোথায় বিকল্প ছিল বলেন? না না দেখান আমারে... -ধরেন, জাতীয় পাট্টি-জাসদ-বিকল্প ধারা... -এরা কয় আসনে প্রার্থী দিছে কন তো? ৪০ টা, বড়জোর ৫০ টা! পাবলিক তো হিসাব করব কাগো সরকার গঠনের সামর্থ্য আছে, সেইটা... -তো সবাই মিলে যদি দুই দলের বাইরে ঐ রকম একটা দলকে ৪০ টা আসনেও জিতাতাম তাহলেও তো সে নজরে আসত। পরেরবার ঐ রেজাল্টের ওপর দাঁড়িয়ে আরও শক্তি পেত। - হ্। সেটা অবশ্য.. কিন্তু... ঝুঁকি যে নেব, সে ভরসা পাইতে হইব তো? সে ভরসা যে কে কবে দিতে পারবে, কে জানে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।