সিটিং সার্ভিস বা লোকাল বাস যাতেই চড়ুন ইচ্ছা না থাকলেও আপনার শুনতে হবে বিভিন্নরকমের রাজনৈতিক বক্তব্য । এ সব আলোচনা থেকে আপনি এমন সব তথ্য পাবেন যা কোনদিন আপনি কল্পনাও করেননি । সংবাদপত্রে কাজ করার কারনে আমাদের মধ্যে একটা ধারনা প্রায়ই কাজ করে । স্বভাবতই সাধারন মানুষের আগেই আমরা সংবাদটা পাই । যারা সংবাদপত্রের খবর দেখে রাজনীতি করেন তাদের চেয়ে ঘটনার ঘনঘটা আমাদের কাছে একটু বেশী থাকলেও ওই বিতর্কে অংশ নেবার মত সাহস আমার কোনদিনই হবেনা একথা আমি হলফ করে বলতে পারি ।
বাসের রাজনীতি শুনতে মুনতে আমার এমন অভ্যাস হয়েছে যে,বাসে ওঠার পর রাজনৈতিক আলাপ না শুনলে খুব অস্বস্তিতে ভুগতে থাকি । কখনো নিজেও আলোচনা উছলে দেই । এই আলোচনার শেষ পরিণতি গরম কথা বা উত্তপ্ত বাক্যবিনিময় থেকে মারামারি ,গালাগালি ,হাতাহাতি পর্যন্ত চলে যায় । আজ একজন এভাবে মারখেয়ে রক্তাক্ত হল জামাত সন্দেহে। ঝামেলা থামলে জানা গেল তিনি একজন আওয়ামীলীগের নেতা।
বাসে নতুন পলিটিশিয়ান ভাব বুইঝা ওঠার আগেই মার...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।