যুদ্ধাপরাধীর বিচার ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবী করছি বামপন্থীরা একসময় আন্ডারগ্রাউন্ডে গিয়ে হাওয়া হয়ে থাকতো -বলা হতো কৌশলগত আত্নগোপনে আছেন নেতা। বিএনপিতো বাম দল না - তাইলে এর নেতারা কৌশলগত আত্নগোপনে যায় কিভাবে? অবশ্য বিগত দুই মহাসচিব আর বর্তমান ভারপ্রাপ্ত মহাসচিব - সবাই বাম রাজনীতি থেকে এসে কি বিএনপিকে বাম দল বনিয়ে ফেললো? হবে হয়তো - জন্মলগ্ন থেকে বিএনপির নেতা কর্মীরা চেয়ারম্যান জিয়াকে অনুসরন করে "বিসমিল্লাহ" বলে বত্তৃতা শুরু করতো - আধুনা বিএনপিতে এই রেওয়া বিলুপ্ত হয়ে গেছে। কি জানি হয়তো খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি একটা বামদলেই বিবর্তিত হয়ে গেছে। এখন আর নীচ থেকে রাজনীতি উপরে যায় না - দল চলে হাইকমান্ডের নির্দেশে - আর পলিটব্যুরোর আদলে গড়া স্থায়ী কমিটিও চেয়ারম্যান আজ্ঞাবাহী। যদি আসলেই বিএনপি বামদের খপ্পরে পড়ে আন্ডার গ্রাইন্ড রাজনীতি শুরু করে তাইলে কি হবে দেশের ভাবতেই ভয় হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।