মুসলিমদের ইতিহাস খুঝলে সেই আদি থেকে যতটুকু পাওয়া যাবে তা হলো,-- ধৈয্য,কৌশল,বুদ্বীমত্তা কখনো আাবার যুদ্ব এবং হত্যার বদলে হত্যা হতেপারে । কিন্তু তাল-ঘটনায় তীল আর তীল-ঘটনায় তাল ছুড়াটা আমাদের(মুসলিম) জন্য কতটা মঙ্গল বয়ে আনবে সেটা'ই আমার বোধঘম্য নয় ! মিছিলে যাবো ওদের ধিক্কার জানাবো এটা ঠিক আছে , রকেট লেন্সার ছুড়তে ঠিক এখুনি আমি রাজিনই। ওরা কাদাঁ ছুড়লে আমরা(মুসলিম) বোমা ফাটালে আমি মনেকরি শক্তির অপচয়টা আমাদের'ই(মুসলিম) বেশী হলো। ইহুদীরা যুদ্বে ফ্লিমের কুৎসিত(পাপ) ব্যবহার করলো আর বর্তমানে এসে কেউ আবার রকেট লেন্সার বেছেনিলো । আমার কথা হলো ওরা যখন ঐ লেন্সার'টাই ব্যবহার করবে তখন আমরা কি করবো ! আল্লাহ আমাদের মঙ্গল করুক------- হত্যার বদলে হত্যা,কিন্তু তিলের জায়গায় তাল'টা ব্যবহার ধর্মের কোথায় লেখা আছে বলতে পারেন ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।