আমাদের কথা খুঁজে নিন

   

ধিক্কার জানাই...................

====জাতীয় সঙ্গীতের নকল সুরে গান প্রচারের জন্য ধিক্কার জানাই চ্যানেল নাইনকে...................... গত ৩০জানুয়ারী থেকে আনুষ্ঠানিক সম্প্রচার শুরু করে সৈয়দা মাহবুবা আক্তারের চ্যানেল-নাইন। শুরু থেকেই বেশ ভাল মানের কাজ করে দেখাছিল তারা। অল্প সময়েই বেশ নামডাক হয়ে যায় তাদের। কিন্তু গত ১লা মে বেলা ১টা ৪০মিনিতে তারা একটি "ব্যান্ড শো" প্রচার করে। ব্যান্ড শো এর মুল কাজ ছিল নতুন ব্যান্ড দের গান প্রচার করা।

ব্যান্ড শো এর নাম হল ""উই আর দ্যা ব্যান্ড""। ঐ শো-তে ""সরলপুর"" নামে একটা নতুন ব্যান্ড টিম কে গান গাওয়ার সুযোগ দেয়া হয়। তারা যে গানটি উপস্থাপন করে তার প্রায় পুরো সুরটাই আমাদের জাতীয় সঙ্গীতের সুরের নকল করা। যা অত্যন্ত ঘৃণিত কাজ বলে মনে করছি। এ কাজটি কখনই হতনা যদি চ্যানেল করতিপক্ষ সচেতন হত।

আপনারা অনেকেই হয়ত অনুষ্ঠানটি দেখেছেন। কিন্তু কেউ হয়ত খেয়াল করেন নাই। যাই হোক এ কাজের জন্য পুরোপুরি দায়ি চ্যানেল নাইন,। তাদের প্রতি আমি ধিক্কার জানাই। ছিঃছিঃছিঃ [চ্যানেল নাইনের প্রতি কোন শত্রুতা থেকে এটা লেখা হয়নি,নতুন হিসেবে ভুল হতেই পারে,কিন্তু কিছু কিছু ভুল মেনে নেয়া কষ্টকর।

জানিনা কয়জন এটা পড়বে আর কয়জনি বা শেয়ার করবে তবে চ্যানেল নাইনের কাছে আশা থাকবে ভবিষ্যতে যেকোনো অনুষ্ঠান সম্প্রচারের ক্ষেত্রে তারা আন্তরিক ভাবে কাজ করবেন। দেশকে ভালবাসি বলেই এত কথা বলা। ................ fb ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.