আমাদের কথা খুঁজে নিন

   

তুমিও কী ফুরাচ্ছো অই

আহসান জামান তুমিও কী ফুরাচ্ছো অই বিকেলের হাওয়ার দ্রবণে তলদেশে পড়ে থাকা কাঙ্কণের লদ্ধিবলে। কোথাকার কানামাছি সুরের মূর্ছনায় কী ভেবে কি দেখ ফিরে! এইসব জমিনে জমেছে পাপ; ক্লান্তির ঘনবাতাস, মায়া ছিঁড়ে; হারাবার ডানাবাঁধে কাঁধে। দু'হাতের কাজ ফেলে আজ পুরাণের ক্ষয় গাঁথে মালা অলীকসূতোর ছলে; কী ভুলে কি পড়ে মনে! ফিকে ফিরফিরে সুরের পাখি উড়ালি মনোযানে, বেঁধে রেখে আপন খাঁচায়। আমিতো দিয়েছি ছুটি, বিদ্যাপীঠের ঘন্টার কড়া নেড়ে কে কোথায় হারাতে চেয়েছে যেমন; হিসেবের খাতাখুলে মুছে গেছে আপন নামের ধারাপাত। বৃষ্টিজলে মুছে গেছে বাড়ী-ঘর-উঠোন-মাঠ-ঘাট; ছন্নছাড়ার হাত ধরে আমিও যেমন!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।