জোতস্না স্নাত মধ্যরাতে বহে দখনি হাওয়া, এমন ক্ষণে আমার মনে তোমার আসা যাওয়া। নিঃসঙ্গ এই নিঝুম রাতে সবাই যখন ঘুমে। তোমার কিছু অতীত স্মৃতি যাচ্ছে আমায় চুমে। তোমায় নিয়ে ঘর বাঁধবো স্বপ্ন ছিল কত! হঠাত এ কোন ঝর এসে হৃদয় করল ক্ষত। তোমার বাবা ব্যবসায়ী লোক দেখল শুধু ধন, তুমিও কেমন পাল্টে গেলে পাল্টে ফেললে মন! এখন আমার অনেক টাকা আছে বাড়ি-গাড়ি, ঘরে একটা বউ এনেছি সুন্দরী এক নারী। তবুও আমি ছাঁদে বসে ভাবছি তোমার কথা, তুমিও কি আমায় ভেবে পাচ্ছো মনে ব্যাথা?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।