খুব গোলমেলে, নিজেও ভাল জানি না। তবে আছে,এই ঢের।
এই অভিলেখ, তুমি লেখ
অক্ষ হিসেব এলোমেলো
উড়ে যায় তার ডানা
এখন তুমি লেখ
নতুন বর্ণমালা সাজ
ভেঙে গ্রামার ঠিকানা।
এবার তোমার পালা
লেখা হবে নতুন রঙ
নতুন আলোর ঠিকানা
বাদুড়েরা িফরে গেল
অন্ধকারে বিড়ালের চোখ
জ্বলজ্বল করছে অতীত,
কুয়াশা ছেড়া রোদে
পালিয়ে গিয়েছে শীত
থরথর কাঁপে আঙ্গুল
বিরহী লেখনি আমার
ধুলোয় চাদর মুড়ে
পুরোনো টাইপরাইটার
চাঁদেরও বাড়ছে বয়স
গুলির আওয়াজ শুনে
উড়ে যায় মৌনসারস।
আমার নতুন সঙ্গীরা
ভালবাসে সফটওয়ার
তবুরেখে যায় দাগ
গিজগিজে বাড়ি-ঘর
আ্যন্টেনাহীন কাক।
দুরন্ত বিঞ্জাপনে
ঢেকে যাওয়া মুখ
ব্লগ লেখ বাংলায়
পড়ে পাওয়া সুখ
কেন ছেড়ে দেব?
বরং এটা ওটা
লিখে যাব, রোজ
খুঁড়ে নেব বর্ণমালা
হৃদয়ের খোঁজ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।