দাদার আমলের একখান ভাঙ্গাচোরা গ্রামের বাড়ি আছে। প্রায় পরিতাক্ত বলা যায়। আমার আম্মার খুব শখ গ্রামে একখান ছিমছাম বাড়ি হবে, মাঝে মাঝে ওখানে ঘুরতে যাবে। পুকুরে মাছ চাষ করবে। ফসলের সময় সে গ্রামের বাড়িতে যেয়ে থাকবে।
আম্মা তার ছেলের বউরে নিয়ে গ্রামে ঘুরতে যাবে। নাতি নাতনি হলে পুকুরে নিয়ে সাঁতার শিখাবে। আমার আম্মার পরিকল্পনা বলে শেষ করা যাবে না। দুনিয়ার সব আম্মারা মনে হয় একইরকম। গ্রাম গ্রাম বলে অস্থির।
আম্মার জন্য আসলে কিছুই করা হয়নি। এবার ভাবছি আম্মার জন্য একটা বাড়ি করে দিব। উপরের বাড়ির ডিজাইনটা আমার মুটামুটি ভালো লাগছে। আপনাদের কাছে আরও ভালো বাড়ির ডিজাইন থাকলে আমাকে দিয়া সাহায্য করেন। আমার গ্রামের বাড়ি প্রায় ৪ বিঘা জমির উপর অবস্থিত।
আমার বাজেট ৫ থেকে ৭ লাখ টাকার মতো। পরবর্তী মাসেই বাড়ির কাজ শুরু করব। প্লিজ প্লিজ সুন্দর গ্রামের বাড়ির ছবি দিয়া সাহায্য করেন। ও হ্যাঁ যার ডিজাইন পছন্দ হবে তার জন্য থাকবে আমার আম্মার হাতের রান্না খাওয়ার সুযোগ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।