কোরবানী গেল মাত্র কয়েকদিন হল। মানুষ এর মধ্যে গরুর মাংস যা খেয়েছে,তা হজম হওয়ার পরে ......এখন শুরু হয়েছে সাইড ইফেক্ট।
ঈদের এক দিন আগে গ্রামের বাড়ী গিয়েছিলাম ,,,,সকলের সাথে মিলে ঈদ করলাম। গ্রামের রাজনীতি সাধারণত বাজার কেন্দ্রিক। বাজারে পৌছাতেই দেখি দু-গ্রুপ রাম দা, ঢাল-কার্তা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া।
আমি তো হতবাক। একি ১৫ বছরের মধ্যে যে বাজারে কোন বড় ধরনের মারামারির ঘটনা ঘটনে .....সে বাজারের একি হাল।
সামান্য চায়ের দোকানে চা দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে দু দল গ্রামবাসী লড়াই শুরু করে দিবে,আমার কল্পনাতেও ছিল না।
যাই হোক গত সাত দিনে গ্রামে ১৫ টি উল্লেখ যোগ্য মারামারীর ঘটনা ঘটেছে।
একটু কিছু হলেই মানুষ শক্তি প্রদর্শনে নেমে পড়ছে।
এ কোন জমানা আইলো রে।
যাই হোক আজ গ্রাম থেকে ঢাকা আসার পথে দু বার মারামারীর ঘটনা দেখলাম।
সব দেখে মনে হল.....এ সব গরুর সাইড ইফেক্ট।
সামুকে খুব মিস করেছি.........এখন থেকে আবার আমাকে সবাই নিয়মিত পাবেন।
কেমন আছেন সবাই।
ঈদ কেমন কাটলো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।