গ্রামে ফিরে যাই
মাহবুব আলম মুরাদ
চল লেখা পড়া শেষ করে
গ্রামের মাটিতে ফিরে যাই,
নতুন নতুন কুঁড়ি গুলোকে
অঞ্জতার অন্ধকার থেকে বাঁচাই।
করে তুলি তাদের ফুঁটে উঠার সুযোগ
দূর করি সমাজের সকল দুর্ভোগ।
চল গ্রামে ফিরে যাই
যেথায় পাখিরা সকালে গান গায়,
বনে বনে ফুল ফুঁটে ঝরে যায়।
সবুজের বুকে ফসলের ঢেঁউ খেলায়
নদীর বুকে মাঝি পাল উড়ায়।
যেথায় গাছিরা বাঁকে করে
রসের হাঁড়ি নামায়
রসের হাট বসায়।
যেথায় শিশু কিশোর বৃদ্বরা
খড় কুটায় আগুন জ্বালিয়ে
শীত তাড়ায়।
যেথায় দাদা দাদীরা
নাতি নাতীনদের বসে
কেচ্ছা শোনায়
মাতিয়ে তোলে গ্রাম।
যেথায় নদীর কলকল ধ্বনিতে
মুখরিত হয়ে উঠে পরিবেশ।
জ়েলেরা নদীর বুকে মাছ ধরে বেড়ায়,
আর মাঝিরা নৌকা বায়
চাষীরা ফসল ফলায়।
যেথায় হিংসা বিদ্বেষ নাই
নাই আত্মবোধ অহংকার
আছে শুধুই ভ্রাতৃত্ববোধ
স্বদেশ প্রেম, জীব প্রেম আর মানবপ্রেম।
যেথায় বসন্তের গাছপালা
নতুন পাতায় আর ফুলে পরিপুর্ন।
চারদিকে ফুলের মধুর গ্রান
কোকিলের কন্ঠের মিষ্টি গান,
বিকেলে শিশুদের এক্কাধোঁক্কা খেলা।
দিন শেষে রাখালের গরু মহিষের পাল
ঘরে ফিরিয়ে নিয়ে যাওয়া।
যেথায় রাতের অন্ধকার আকাশে
জোনাকী পোঁকার মিটিমিটি আলো।
শিয়ালের হুক্কা হুয়া ডাক;
অনেক দূর থেকে ভেসে আসা
কুকুরের ঘেউ ঘেউ আত্মনাদ
আর নিস্তব্ধ পরিবেশ প্রকৃতি।
৩১ই জুলাই ২০১০
সকাল ৯টা
Mahbub Alam (Murad)
Bangladesh Islami University (BIU)
Department of English
Cell-01919879309
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।