কিছু দেশ দেখার সুযোগ হয়েছে এই জীবনে। ভ্রমণ আমার ভাল লাগে্ তাই সবার মাঝে তা জানাতে চাই। সবার উপরে ভালোবাসি বাংলাদেশ । ধন্যবাদ যে দিকে দেখ সবুজ শোভা
শীতল হবে মন
দূরে গ্রামের দেখা পাবে
আছে প্রিয় জন।
আগ্রাদিগুন গ্রামে যেতে
পাকা রাস্তা আছে
ধান গমের সবুজ মাঠ
আছে পথের কাছে।
এক পায়েতে দাঁড়িয়ে আছে
তাল গাছ দুই তিন
তারই ছায়ায় বসে কৃষক
ক্লান্ত সারা দিন।
গ্রামের বারি ধানের গোলা
সবই এদের কাছে
বর্ষাকালে পুকুর ভরা
মাছ এখনও আছে।
গ্রামের জীবন সহনীয়
হাসি আছে মুখে
প্রকৃতি সদয় হলে
থাকে তারা সুখে।
গ্রামের মানুষ সুখে থাকুক
সবাই সেতা চায়
ফসল মাঠের কর্মী যেন
ন্যায্য ভাগ পায়।
এগিয়ে যাবে এদেশ তখন
কৃষক বাঁচা চাই
সবাই মিলে নতুন দিনের
সুফল তোল ভাই।
।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।