আমাদের কথা খুঁজে নিন

   

গ্রামে যাব একদিন

যাব গ্রামে একদিন , সব কাজ ফেলে রেখে জীবনের খোঁজে সহসাই একদিন ঠিক চলে যাব গ্রামে । বিকেল গড়িয়ে গেলে মেঠো পথে হেঁটে যাব ঐ দূর গ্রামের কাছা কাছি, গোল থালার মত সূর্য ডুবে গেলে গোধূলীর মায়া আলোর স্নেহের পরশে কুয়াশা ভেজা রবি শষ্যের মাঠ ক্ষেতের আলে ভেজা ঘাস বড় যত্নে ধুয়ে দেয় পা ; আহা ঘাস ভালবাসার চাদরে ঢেকে রেখেছে পথ ঘাট খোলা মাঠ লালিমা মিশে গিয়ে ধূসর আকাশ অন্ধকার রাতের বারতা পাঠায় । ঝাকে ঝাকে কত পাখি উড়ে যায় নীড়ে , কিচির মিচির ডাকাডাকি বৃক্ষের ডালে বসে ডানা ঝাপটানোর শব্দ ভেসে আসে আনন্দময় দিবসের জাবর কাটা চলে । নাড়া পোড়ানো ধূয়া তার গন্ধ আর উষ্ণতা দল বেঁধে আগুন পোহানো উৎসব , পথের দুই ধারে কাঁচা ঘরের দাওয়ায় চাদর মুড়ি দিয়ে বসে বুড়া বুড়ির দল গুরুর গুরুর হুঁকো টানে , নেশা ধরান গন্ধে আপনার আহ্বান মিশে রয় বড় । অচেনা রহস্য ঘিরে ধরে ঘন বৃক্ষরাজী আঁধার শুষে নিয়ে রাতের গভীরতা বাড়ায় , ফাঁকে ফাঁকে জলে নিভে জোনাক ঘরের মেঝেতে বসে ধোঁয়া উঠা ভাত পাতে সুখময় ক্লান্ত রাতের আহ্বান ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.