_________অসৎ লোকের কর্মকান্ডে সমাজ ধ্বংস হয় না, ___________সমাজ ধ্বংস হয় ভালো মানুষের নিস্ক্রিয়তা।
ভারতের “সাময়িক প্রসঙ্গ” পত্রিকায় এই খবরটি ছাপা হয়েছে।
বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি প্রবীণভাই তোগড়িয়া বাংলাদেশকে আক্রমণের সুপারিশ করে বলেছে,” ভারতে তিন কোটি বাংলাদেশি বাস করে, বাংলাদেশ ভারত দখল করতে চায়। এখন একটি রাস্তা আছে, আগেভাগে বাংলাদেশের অর্ধেক দখল করে বৃহত্তর অসম তোর তৈরি ...করা। ”
তোগড়িয়া কোন রাগঢাক না করে আরও বলে,”বাংলাদেশ ভারতের জল, লবণ ও চালে চলছে।
তারা উল্টো বিএসএফ মারছে। “
ভারতের একের পর এক আগ্রাসন চলছেই।
দেশ প্রেমিক জনতাকে জেগে উঠতে হবে।
বিস্তারিত এখানে দেখতে পারেন। ভারতের “সাময়িক প্রসঙ্গ” পত্রিকায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।