আমাদের কথা খুঁজে নিন

   

ভারতীয় সংস্কৃতি আগ্রাসন

কি দিয়ে শুরু করব বুঝতে পারছি না। আজ আমার ৬ বছরের ভাগিনা আমাকে অনেক কিছু শিক্ষা দিলো। আমার ভাগিনা সিয়াম। ও ঢাকার কোন একটা স্কুল এ ক্লাস ২ তে পড়ে। আজ প্রায় ১ বছর পর অর সাথে আমার দেখা হল।

আমার বোন আমাকে বলল আমার ভাগিনার কান্দ কীর্তি। কাহিনি হল " ডোরে মন" নামক এক বিখ্যাত কার্টুন নিয়ে। আমার ভাগিনা ফেইল করে পরীক্ষায় নিয়মিত। ওরে আমি জিজ্ঞেস করলাম, ভাগিনা তুমি ক্যান ফেইল কর? ও আমাকে উত্তরে যা বল্ল,অত্তন্ত ভয়াবহ। ও আমাকে বলল, মামা "নবিতা" তো পরীক্ষায় পাস করে না।

আমি ক্যান করব?আবার বললাম, তুমি স্কুল এ প্রতিদিন যাও না ক্যান? ও আমাকে বলল, নবিতা ও নাকি যায় না। পরে আমার বোন কে বললাম, এসব ও কি বলে? আমার বোন বলল, আর বলিস না ভাই, এই কার্টুন টা ওরে শেষ করে দিবে। সে রাত ১.৩০ পর্যন্ত এই কার্টুন দেখে। আর এখন নাকি বাজার এ ও ডোরেমন নামে বিভিন্ন জিনিস পাওয়া যায়। কলম, খাতা, চকলেট খেলনা যা আছে সব টায় ডোরেমন।

আমার ভাগিনা কার্টুন দেখুক, পরীক্ষায় ফেইল করুক, মানলাম। কিন্তু ও যে এখন হিন্দি তে কথা বলে!!!!বাংলা সে কম পারে বলতে। এক সময় দেখা যাবে এই ছেলেরা বাংলা পারে ই না। সেই দিন আর বেশি দূরে না। পাকিস্তান এর মুহাম্মাদ আলি জিন্নাহ বলসিল " উর্দু হবে পশ্চিম পাকিস্তান এর রাষ্ট্র ভাষা"।

কিন্তু আমাদের সন্মানিত বন্ধু ভারত সেই স্বৈরাচারী ভাবে কিছু ই করছে না। তারা আমাদের সংস্কৃতি ধিরে ধিরে নষ্ট করে দিচ্ছে। চিন্তা করুন, আপনার আমা্র নাতি নাত্নি রা সবাই হিন্দি তে কথা বলছে। বাংলা ভাষা ওরা কেউ জানে ই না। কেমন হবে সেই সময়? এই বাংলা ভাষার জন্য কত মায়ের বুক খালি হয়েছে।

আজ ইন্ডিয়ান অপসংস্কৃতি আমাদের সেই প্রানের ভাষা কে পৃথিবী থেকে লোপ করে দিচ্ছে। আজ আপনার ছেলে,আমার ভাই-বোন ভাগিনা রা এ আগামী দিনের মা বাবা। ওরা অদের ছেলে মেয়েদের কি করে বাংলা শিখাবে বলুন? আর স্টার জলসার কথা বললাম না। সেটা আপনারা ই ভালো জানেন আমার থেকে। সময় এখনি রুখে দাঁড়াবার।

নইলে সামনে ভবিষ্যৎ কি হবে আপনারা আন্দায করেন। আমার লেখায় অনেক ভুল থাকতে পারে। ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। শুভ রাত্রি ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.