যে কোন লড়াই শেষ পর্যন্ত লড়তে পছন্দ করি।
বহুদিন থেকে অভিযোগ, গ্রামীণ ব্যাংক দরিদ্র মানুষদের ঋণ প্রদান করে উচ্চ মাত্রায় সুদ আদায় করে থাকে। আরো অভিযোগ সুদ ছাড়াও বিভিন্ন তহবিলের কথা বলে ঋণ গ্রহীতাদের কাছ থেকে অতীতে টাকা কাটা হয়েছে, এখনো হয়। কিন্তু ঐসব তহবিল থেকে অতি নগন্য সংখ্যক সদস্য ব্যাতীত আর কেউ কখনো কোন সাহায্য সহায়তা পায়নি। গ্রামীণ ব্যাংকের সুদ সম্পর্কে বিভিন্ন ষ্টাডিতে বিভিন্ন পরিমাণের কথা বলা হয়েছে।
এসব ষ্টাডিতে সর্বনিম্ন শতকরা ২৪ ভাগ থেকে উর্দ্ধে ৪২ ভাগ পর্যন্ত সুদ গ্রহণের কথা বলা হয়েছে। বিভিন্ন তহবিল বাবদ যেসব টাকা কাটা হয়েছে বা হয়, সেগুলো সুদের সাথে যোগ করলে সুদের হার আরো অনেক বেশী হবে।
গ্রামীণ ব্যাংকের কার্যক্রম এবং গ্রামীণ ব্যাংকের তহবিল থেকে ইউনুস সাহেব কর্তৃক তহবিল সরিয়ে নেওয়ার যে অভিযোগ উঠেছে, তার প্রেক্ষিতে আত্মপক্ষ সমর্থণ করে ইউনুস সাহেব যেসব বক্তব্য দিয়েছেন তা সবার কাছে, বিশেষ করে বাংলাদেশ ব্যাংক ও সরকারের কাছে, গ্রহণযোগ্য বলে মনে হয় নি। কারণ, এসব বিষয়ে সরকারের তদন্ত প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে।
এই অবস্থায় ইউনুস সাহেব নিউইয়র্ক টাইমস-এ একটি উপসম্পাদকীয় লিখেছেন।
বিস্তারিত পড়তে নীচের লিংক দেখুন-
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।