ফিরে ফিরে সোনালি সূরুজ
আধারের বুক িচরে
পুবের আকাশে উঁকি দেয় রোজ।
সন্ধায় পুর্ব দোসরাম্বরে
আধাঁর আসে চুপি চুপি
আহ্নিক গতি ভর করে।
তেমন ত কোন কিছু নয়-
অতি তুচ্ছ নিয়ম এক খানি,
চুরি করে আমাদের-
নেয় আলো দানি।
এ চুরিটা মঙ্গল ময়
আমাদের লাগি গড়া
বিধির বিধিতে হয়।
চুরি কভু ভয়ানক ও হয়
ভাবিলে মনেতে জাগে ভয়।
কিছু চুরি ক্ষতি হয়
হলে চার পাশ,
শিল্পের ডামা ডোলে
চুরি হয় বিশুদ্ধ বাতাস।
ইমারত চুরি করে আমার আকাশ।
জগতে মহান ছোট পৃথিবীর বিশাল প্রাসাদ
চুরি করে শহোরে শিশুর আহলাদ।
ঘুমের কাতুরে সভ্যতায়
চুরি হয় প্রতিদিন সোনালী প্রভাত।
রাতের আধারে নয়-
কৃষকের ক্ষেত থেকে ধান চুরি হয়
মহাজন চুরি করে ব্যাবসার নামে
দ্বিবসে কাগজে কলমে।
মানুষের ক্ষিদে, চুরি করে সবুজ
চুরি হয় মাঠ, ঘাট, পেঠ এমনি অবুঝ।
{{{বাকিটা অন্যদিন ...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।