সসবসময় ভাবি যে সময় পেলেই ব্লগ লিখব, কিন্তু সেই সোনার হরিণ সময়টাই পাচ্ছিনা, এক বছরের বেশি হয়ে গেলো তাও আমি এক নিষ্কর্মা ব্লগার.....
চুরি করছি বলে কী ধরবে নাকী........ বিচার চাই, চুরি ধরলো কেন???....... এদেশেই সম্ভব।
আমরা যে কোন পর্যায়ের মানুষে পরিণত হয়েছি তা মাঝে মাঝে ভাবলে আৎকে উঠি। অপরাধ করাটাই যেন অধিকারে পরিণত হয়েছি। না হলে এমন কাজ করার কথা কেউ চিন্তা ও তো করতো না।
খবরে পরলাম
রাজধানীতে র্যাবপুলিশের সহায়তায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দোকান সিলগালা, গ্রেপ্তার ও জরিমানার প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে সব ওষুধের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ওষুধ ব্যবসায়ীরা।
ভাবখানা এমন, আমি ওষধ পুরানো, নকল, মেয়াদউত্তীর্ণ বিক্রি করতেই পারি তাই বলে এইখানে র্যাব পুলিশে হয়রানী! করবে কেনো??? ........মানিনা। সারা দেশে সব ওষধ বিক্রি বন্ধ। ভাগ্য ভালো বলে নাই র্যাব পুলিশই দেশ থেকে উঠিয়ে দিতে হবে।
তবে আমার মনে হয় এই দাবি উঠতে দিন আর বেশি দেরি নাই..... যে চুরি আমার অধিকার, এই অধিকার যে হরণ করবে তার বিচার চাই
khoborer ekta link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।