সেসব কপট ভালোবাসা, রাতের আধাঁরে বেড়ালের চোখের মত জ্বলজ্বল করা স্মৃতি সেসব, ঘেন্নায় গা ঘিন ঘিন করে, তবু চেয়ে থাকি দেখে যাই মোহগ্রস্ত হয়ে , অনন্ত সময় ধরে। যে কথা নেই কোন কবিতায়, নেই কোন গানে শেষ নেই জেনেও এঁকে যাই তারই প্রতিছ্ববি, কা্ঁপা হাতে। যেন হারবে জেনেও জুয়ার টেবিলে উদ্ধত কোন জুয়াড়ি শূন্য হওয়ার নেশায় মত্ত। আমার জানালায় বহু আঁধার পেরিয়ে তারার বিচরণ, ছুতে পারবো না জেনেও চেয়ে থাকি অর্থহীন দৃষ্টিতে। শত আঁধারের উত্তাল নাচে, সেই সবুজ ঘাসে দোল খাওয়া হাসি, বিলুপ্ত হয়েছে কবেই, তবু চেয়ে থাকি, আসবে না বলেই চেয়ে থাকি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।