কী আর কমু, হেহ্...!! উপমা এখন কর্তাছাড়া! ’নিকশ কালো’ উপমা ছিল চুলের।
এখন শুধুই নিকশ কালো, চুল যে কোথায় উবে গেল
এর সঙ্গে সেও ।
জল প্রাচীরে স্তবিরতার খুনী- স্নায়ুবিকার
নীলাম্বরী ঢেউ।
কাব্য লেখার রসদ ছিল মেয়ে নামের মানুষ।
শরীর ভর্তি ছন্দ সংলাপ, আপাদমস্তক যাদুর প্রলাপ।
রসদ গেল, ছন্দ রো’ল-
বর্ণ উপমা। পাতা। ফুল। পাহাড়। নদী ।
জোয়ার। ভাটা। চন্দ্র। তিথী ।
মুহুর্মুহু ক্লান্ত করে ভালবাসাভীতি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।