শাহবাগী ব্লগাররা এবার সহিংস রুপে আবির্ভুত হয়েছে ।
আজ বিকালে তারা লাঠি মিছিল বের করেছে....২০০৬ সালে এই ব্লগারদের নেতাদের কেউ কেউ লগি হাতে গনতন্ত্র রক্ষার আন্দোলনে মানুষ খুন করেছিল পিটিয়ে, তাতে তাদের অহিংস রুপের পরিবর্তন হয়নি । গত ৬ এপ্রিল হেফাজত কর্মীদের উপর হামলা করেছিল...তাতে ও তারা অহিংস থেকেছে ...
তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা বলয়ের মধ্যে বসে গান-বাজনা শুনা যায় ঘন্টার ঘন্টার পর ঘন্টা, কেননা গান-নাচের বিরতিতে শাহী খাবার আসবে আর মিডিয়া ফোকাস তো ফ্রি । ।
এভাবে অহিংস থাকা যায় ।
যদিও শাহবাগীদের গুরুদের সহিংস আন্দোলনের ইতিহাস যেমন পুরাতন তেমনি শক্তিশালী ।
শাহবাগীরা সবচেয়ে যে বিষয়টা ঘুলিয়ে পেলেছে তা হলো ইসলামকে মুক্তিযুদ্ধের বিপরীতে দাড় করিয়ে দেয়া .... আজ তার খেসারত তাদের যেমন দিতে হচ্ছে, ভবিষ্যতে ও দিতে হবে ।
মূলত বাম দলগুলোর তাত্বিক পথে যে এই দেশের মানুষের সমর্থন নেই তা বুঝা যায় বামদের আন্দোলনে মানুষের উপস্থিতি দেখে (এই বামরাই কিন্তু শাহবাগ আন্দোলনের নেতৃত্বে)। আমি নিজে বিশ্ববিদ্যালয় জীবনে অনেক বাম আন্দোলনকে হাত তালি দিয়ে বাহবা দিয়েছি, কিন্তু অংশগ্রহন করেনি ..এর কারন এই নয় যে তাদের দাবির সাথে আমি একমত নই, বরং আমি তাদের তত্বের সাথে একমত নই ।
বিশ্ববিদ্যালয় জীবনের শ্রেষ্ঠ বন্ধু অমিত (এখনও সেই আমার সেরা বন্ধু)- বাম ছাত্র সংগঠনের বড় নেতা, ছাত্র মৈত্রীর তানভীর ভাইকে আমি বড় ভাইয়ের মত সম্মান করি তবু বলবো তাত্বিকভাবে সমাজতন্ত্র যেমন ব্যার্থ তেমনি অসাড় ।
শাহবাগীদের বুঝতে হবে ইসলামের বিপক্ষে গিয়ে এখানে আলোচনায় থাকা যাবে কিন্তু মানুষের হৃদয় অর্জন করা যাবেনা এবং আন্দোলনে সফলতা ও লাভ করা যাবেনা ।
সম্ভবত শাহবাগ নতুন করে গান-বাজনায় মগ্ন মুসলিম তরুনদের একটি মোক্ষম আঘাত করতে পেরেছে যার কারনে আমিও সেদিন ছিলাম রাজপথে .... মারহাবা শাহবাগ.... এদেশের সকল আজাদী আন্দোলন কোন কোন ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এর সাথে জড়িত ছিল.. আছে এবং খাকবে ...
এক নতুন বসন্ত আসছে ....
শাহবাগ জাগিয়ে দিয়েছে ঘুণে ধরা এই মুসলিম তরুনদের-- আমাদের , যারা বুকে বিশ্বাস, মুখে কলেমা নিয়ে দেশ গডার প্রত্যয়ে পথ চলি অবিরাম... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।