দেশের রাজনীতিকদের সহিংসতা ছেড়ে অহিংস রাজনীতি করার আহ্বান জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। ইনস্টিটিউট ফর এনভায়রমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি), সম্প্রীতি মঞ্চ, জনউদ্যোগ ও কাপেং ফাউন্ডেশনের উদ্যোগে আজ শনিবার সকালে ‘আদিবাসীদের মানবাধিকার পরিস্থিতি-বিষয়ক গণশুনানি’ অনুষ্ঠানে মিজানুর এ কথা বলেন। অনুষ্ঠানটি ঢাকার মোহাম্মদপুরের সিবিসিবি সেন্টারে আয়োজন করা হয়।
মিজানুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক বলেই রাষ্ট্র নাগরিকদের নিরাপত্তা দিতে পারছে না। তিনি রাজনীতিকদের উদ্দেশে বলেন, ‘লাশের পাহাড় মানুষ আর দেখতে চায় না। তাই সহিংসতা পরিহার করে সুন্দর দেশ গড়ে তুলুন।’
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।