ভাল পাঠক হলেও নিজে কিছু লিখতে পারি না,মনের ভাবটা তাই ঠিকমত প্রকাশ করতে পারিনা....... ঈদের কয়েকদিন আগে ভারতীয় বেজন্মা হ্যাকাররা বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট হ্যাক করেছিল,শুধু তাই ই না বন্দে মাতরম পর্যন্ত লাগিয়েছিল। অনলাইন কমিউনিটিগুলাতে প্রতিবাদ করেছিল অজস্র মানুষ। আবার কিছু বেজন্মা বাংলাদেশী এটাকে সাপোর্ট করে বলেছিল,আমাদের ওয়েবসাইটগুলা নাকি যথেষ্ট সিকিউর্ড না হওয়ায় এটা ঘটেছে,সুতরাং দোষ আমাদেরই! এগুলা দেইখা পিত্তি জ্বইলা গেছিল সেসময়! এখন যখন বাংলাদেশী দেশপ্রেমিক কিছু সাইবার যোদ্ধা এই অকাজগুলার প্রতিবাদে ভারতীয় হাইকমিশনের বাংলাদেশী ওয়েবসাইট হ্যাক করল গতকাল, তখনও এই জারজগুলা এটাকে বন্ধুত্ত্ব নষ্ট করার উস্কানি বলেছে,বাংলাদেশি সার্ভারের সাইট হওয়ার কারণে নাকি হ্যাক করাটা সহজ হয়েছে বলে কাজটাকে খাটো করার চেষ্টা করেছে! অথচ এই হ্যাকিংয়ে ওয়েবসাইটের কোন ক্ষতিই হবে না বরং এটা শুধুই একটা প্রতিবাদ। এই বাংলাদেশি নামের কলংকগুলা আসলেই বেজন্মা,ভারতবিরোধী সবকিছুতেই ওদের চুলকানি! বেজন্মাগুলার মধ্যে এই ব্লগে আছে আকাশের তারাগুলি,চিকনকালাসহ এই টাইপের আরো অনেক ব্লগার,এদেরকে চিনে রাখুন। এই জারজগুলার কাছে প্রশ্ন, আজকে যে মালদ্বীপের হাইকমিশনের সাইট হ্যাক করলো সেটাও কি বাংলাদেশিরাই বানিয়ে দিয়েছিল নাকি? আজকের কাজটা আরো অসাধারণ হয়েছে,হ্যাক করে যে মেসেজটা ঝুলিয়ে দিয়েছে তা অসাধারণ! we love your country and people ....but whats the problem of urs!! do u think bangladeshi people r dumb!!!!! Then go to helll!!!!!!!!!!!!!!!!!! অহিংস একটা প্রতিবাদ,সুশীলরা এর মাহাত্ন্য বুঝবে না। এটা জানি যে হ্যাকিংটা দেশের জন্য তেমন বড় কোন কাজ বা তেমন বড় আকারের প্রতিবাদ নয়,কিন্তু এভাবেই একসময় দেশপ্রেমিক আধুনিক প্রজন্ম দেশের স্বার্থ রক্ষার জন্য জেগে উঠবে,আর সেটাই হবে সবচেয়ে বড় অর্জন। মালদ্বীপের ভারতীয় কমিশনে হ্যাকড সাইটটা দেখুনঃ http://www.hcimaldives.com/index.php
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।